বার্লিনের মসজিদে পুলিশের অভিযান
১৮ ডিসেম্বর ২০১৮মঙ্গলবার ভোরে বার্লিনের একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবনে অভিযান চালায় পুলিশ৷ তাদের ধারণা, এসব ভবনে সন্ত্রাসবাদে মদদ দাতারা আত্মগোপন করে আছেন৷
এসব অভিযানে অংশ নেন স্টেট ক্রিমিনাল পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা এবং পুলিশের বিশেষ বাহিনী৷ বার্লিনের ওয়েডিং এলাকার কাছে আস-সাহাবা মসজিদে অভিযান চালান তাঁরা৷
ঐ মসজিদের ইমাম আহমেদ এ কে প্রধান সন্দেহভাজন মদদদাতা বলে ধারণা করা হচ্ছে৷ মসজিদে ইমামতি করার সময় তিনি ‘আবুল বারা' নামটি ব্যবহার করেন৷ আইনজীবীরা জানান, ৪৫ বছর বয়সি এই ইমাম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য সিরিয়ার ইসলামি যোদ্ধাদের কাছে অর্থ সাহায্য পাঠান৷ সেসব অর্থ দিয়ে সামরিক অস্ত্র-শস্ত্র কেনা হয়৷
তবে বার্লিন কর্তৃপক্ষ এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে নারাজ৷ আস-সাহাবা মসজিদটিতে বহুদিন থেকেই নজর রাখছিল জার্মানির গোয়েন্দা সংস্থা৷ তাঁরা বলছেন, জার্মানির কট্টরপন্থি সালাফিস্ট সদস্যদের জমায়েত হওয়ার জায়গা এই মসজিদ৷
২০১০ সালে মসজিদটি নির্মাণ করেন মিশরীয় বংশোদ্ভূত এক জার্মান৷ বালিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ পরে তিনি জার্মানি ছেড়ে সিরিয়ায় চলে যান৷ সেখানে গিয়ে তথাকথিতইসলামী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের শিক্ষা মন্ত্রী হন৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ)