1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে সন্ত্রাসী হামলার হুমকিকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা

২১ সেপ্টেম্বর ২০০৯

জার্মানিতে সন্ত্রাসী হামলা চালাবার আরও একটি হুমকি দিল আল কায়েদা৷ ইউরোপের প্রধান সন্ত্রাসবাদ বিশেষজ্ঞের মতে, এই হুমকিকে খাটো করে দেখা ভুল হবে৷

https://p.dw.com/p/Jl7u
আল কায়েদার হুমকিতে ভীত নন জার্মান ভোটাররা, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী শয়েবলেছবি: AP

আল কায়েদার নতুন হুমকি

গত শুক্রবারের পর আবারও রবিবার৷ ইন্টারনেট মারফত আল কায়েদা জার্মানির অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালাবার হুমকি দিল উপর্যুপরি দুইবার৷ জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ভল্ফগ্যাং শয়েবলে রবিবার লাইপজিগার ফল্কসাইটুংকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, এই হুমকিতে আদৌ ভয়ভীত নন জার্মান ভোটাররা৷ তাঁরা অবশ্যই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সময় এ ধরণের কোন প্ররোচনায় কান দেবেন না৷

কী হুমকি দিল আল কায়েদা

আফগানিস্তানে কর্মরত জার্মান সেনাবাহিনীকে দেশে ফিরিয়ে নিক জার্মানি৷ জার্মান ভোটারদের এই দাবির পক্ষে ভোট দেওয়ার জন্য বলেছে আল কায়েদা৷ যদি এর অন্যথা হয় সেক্ষেত্রে তার ফল ভোগ করতে হবে জার্মানির সাধারণ নাগরিকদের৷ অর্থাৎ দেশের অভ্যন্তরে বড়সড়ো হামলা চালাবে আল কায়েদা৷ হুমকি মোটের ওপর এরকম৷ শুক্রবার এবং রবিবার দুটি ভিডিওতেই একই বক্তব্য৷

ইউরোপীয় সন্ত্রাসবাদ বিশেষজ্ঞের মতামত

ইউরোপীয় ইউনিয়নের প্রধান সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ গিলে দ্য কেরশোভে ইউরোপীয় সংসদের এক শুনানিতে এই হুমকিগুলিকে খাটো করে দেখা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন৷ কেরশোভের মতে, ইউরোপের অভ্যন্তরে ইসলামি সন্ত্রাসবাদীদের হামলার আশঙ্কা যথেষ্ট গুরুতরভাবেই দেখছেন তিনি এবং তাঁর দপ্তর৷ ইউরোপীয় সংসদের ওই শুনানিতে ইউরোপীয় সাংসদদের এ বিষয়ে অবহিত করতে গিয়ে কেরশোভে জানান, বিশ্বজোড়া আর্থিক মন্দা ইউরোপের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার সম্ভাবনাকে অনেকটাই জোরদার করেছে৷ কেরশোভের মতে, এ মাসে জার্মানির সাধারণ নির্বাচনের সময়ে সন্ত্রাসী হামলার আশঙ্কাও রয়েছে৷ ইউরোপীয় সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, আফ্রিকার ইয়েমেন এবং অন্য কয়েকটি সন্নিহিত অঞ্চলেই সন্ত্রাসবাদীরা বেড়ে উঠছে৷ কেরশোভে জানিয়েছেন, তরুণ মুসলিম প্রজন্মের মধ্যে ক্রমবর্দ্ধমান মৌলবাদ একটি অন্যতম আশঙ্কার কারণ হয়ে উঠছে৷ ইন্টারনেটকে হাতিয়ার করে সাইবার আক্রমণের সম্ভাবনার বিষয়েও সতর্ক করে দিয়েছেন কেরশোভে৷

EU-Koordinator für Terrorismusbekämpfung Gilles de Kerchove
এই হুমকিকে খাটো করে দেখা ঠিক হবে না, বলছেন কেশরোভেছবি: picture-alliance / dpa

হামলা রুখতে বার্লিনের ব্যবস্থা

জার্মান সরকার এই হুমকিগুলিকে যে গুরুত্ব দিয়ে দেখছে তা গত শুক্রবারেই জানিয়েছিল বার্লিন৷ স্বরাষ্ট্রমন্ত্রী শয়েবলে জানিয়েছেন, সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার৷ পাশাপাশি রেলস্টেশন, বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ শয়েবলে অবশ্য সাধারণ নাগরিকদের অকারণে ভয়ভীত বা আতঙ্কিত হতে নিষেধ করেছেন৷ বার্লিনের ফেডারাল পুলিশদপ্তর জানিয়েছে, হুমকি ভিডিওগুলিকে খতিয়ে পরীক্ষা করার কাজ চলছে৷ তার থেকে কোনরকম সূত্র পাওয়ার সম্ভাবনাও রয়েছে৷ তবে তদন্তের বিশদ কিছু জানায় নি সরকার৷ বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থেই তা গোপন রাখা হচ্ছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই