জার্মানিতে সন্ত্রাসী হামলার হুমকিকে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা
২১ সেপ্টেম্বর ২০০৯আল কায়েদার নতুন হুমকি
গত শুক্রবারের পর আবারও রবিবার৷ ইন্টারনেট মারফত আল কায়েদা জার্মানির অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালাবার হুমকি দিল উপর্যুপরি দুইবার৷ জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ভল্ফগ্যাং শয়েবলে রবিবার লাইপজিগার ফল্কসাইটুংকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, এই হুমকিতে আদৌ ভয়ভীত নন জার্মান ভোটাররা৷ তাঁরা অবশ্যই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সময় এ ধরণের কোন প্ররোচনায় কান দেবেন না৷
কী হুমকি দিল আল কায়েদা
আফগানিস্তানে কর্মরত জার্মান সেনাবাহিনীকে দেশে ফিরিয়ে নিক জার্মানি৷ জার্মান ভোটারদের এই দাবির পক্ষে ভোট দেওয়ার জন্য বলেছে আল কায়েদা৷ যদি এর অন্যথা হয় সেক্ষেত্রে তার ফল ভোগ করতে হবে জার্মানির সাধারণ নাগরিকদের৷ অর্থাৎ দেশের অভ্যন্তরে বড়সড়ো হামলা চালাবে আল কায়েদা৷ হুমকি মোটের ওপর এরকম৷ শুক্রবার এবং রবিবার দুটি ভিডিওতেই একই বক্তব্য৷
ইউরোপীয় সন্ত্রাসবাদ বিশেষজ্ঞের মতামত
ইউরোপীয় ইউনিয়নের প্রধান সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ গিলে দ্য কেরশোভে ইউরোপীয় সংসদের এক শুনানিতে এই হুমকিগুলিকে খাটো করে দেখা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন৷ কেরশোভের মতে, ইউরোপের অভ্যন্তরে ইসলামি সন্ত্রাসবাদীদের হামলার আশঙ্কা যথেষ্ট গুরুতরভাবেই দেখছেন তিনি এবং তাঁর দপ্তর৷ ইউরোপীয় সংসদের ওই শুনানিতে ইউরোপীয় সাংসদদের এ বিষয়ে অবহিত করতে গিয়ে কেরশোভে জানান, বিশ্বজোড়া আর্থিক মন্দা ইউরোপের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার সম্ভাবনাকে অনেকটাই জোরদার করেছে৷ কেরশোভের মতে, এ মাসে জার্মানির সাধারণ নির্বাচনের সময়ে সন্ত্রাসী হামলার আশঙ্কাও রয়েছে৷ ইউরোপীয় সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, আফ্রিকার ইয়েমেন এবং অন্য কয়েকটি সন্নিহিত অঞ্চলেই সন্ত্রাসবাদীরা বেড়ে উঠছে৷ কেরশোভে জানিয়েছেন, তরুণ মুসলিম প্রজন্মের মধ্যে ক্রমবর্দ্ধমান মৌলবাদ একটি অন্যতম আশঙ্কার কারণ হয়ে উঠছে৷ ইন্টারনেটকে হাতিয়ার করে সাইবার আক্রমণের সম্ভাবনার বিষয়েও সতর্ক করে দিয়েছেন কেরশোভে৷
হামলা রুখতে বার্লিনের ব্যবস্থা
জার্মান সরকার এই হুমকিগুলিকে যে গুরুত্ব দিয়ে দেখছে তা গত শুক্রবারেই জানিয়েছিল বার্লিন৷ স্বরাষ্ট্রমন্ত্রী শয়েবলে জানিয়েছেন, সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার৷ পাশাপাশি রেলস্টেশন, বিমানবন্দরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ শয়েবলে অবশ্য সাধারণ নাগরিকদের অকারণে ভয়ভীত বা আতঙ্কিত হতে নিষেধ করেছেন৷ বার্লিনের ফেডারাল পুলিশদপ্তর জানিয়েছে, হুমকি ভিডিওগুলিকে খতিয়ে পরীক্ষা করার কাজ চলছে৷ তার থেকে কোনরকম সূত্র পাওয়ার সম্ভাবনাও রয়েছে৷ তবে তদন্তের বিশদ কিছু জানায় নি সরকার৷ বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থেই তা গোপন রাখা হচ্ছে৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই