সংসদ বর্জনে প্রধান বিরোধী দল রেকর্ড ভেঙেছে: টিআইবি
২৮ জুন ২০১১চলতি ৯ম জাতীয় সংসদের ৭ম অধিবেশন পর্যন্ত প্রধান বিরোধী দল বিএনপির সংসদ বর্জনের হার শতকরা ৭৪ ভাগ৷ টিআইবি'র সুপারিশ হল এই ধারা বন্ধ করতে ৯০ দিনের পরিবর্তে টানা ৩০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ হারানোর বিধান করা উচিত৷
টিআইবির পার্লামেন্ট ওয়াচ রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ ৯ম জাতীয় সংসের ৬টি অধিবেশনে ১৩৫ দিনের মধ্যে প্রধান বিরোধী দল বিএনপি উপস্থিত ছিল ২৩ দিন৷ আর ওয়াক আউট করেছে ১৬ বার৷
সংসদ বর্জনের রীতি অতীতে থাকলেও এবার তা অতীতের সব হিসেবকে ছাড়িয়ে গেছে৷ ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ বর্জনের হার ছিল শতকরা ৩৪ ভাগ৷ আর তা বর্তমান সংসদে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ ভাগ৷ টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, সংসদ সদস্যদের জবাবদিহিতার অভাব থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷
তিনি বলেন, সংসদ সরকারি দলের আবাসস্থল নয় যে তাদের আমন্ত্রণ বা আচার আচরণের ওপর নির্ভর করে বিরোধী দল সংসদে যাবে৷ জনগণ তাদের ভোট দিয়েছে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য৷ তারা সংসদে যাবেন অধিকার এবং দায়িত্ববোধ থেকে৷ সুলতানা কামাল বলেন, ৯০ দিন নয় সংসদে টানা ৩০ দিন অনুপস্থিত থাকলেই সদস্যপদ বাতিলের বিধান করা উচিত৷ এতে সংসদ বর্জনের প্রবণতা কমবে৷
সংসদে সরকারি দলের অবস্থা সম্পর্কে টিআইবি তাদের পর্যবেক্ষণে বলেছে, কোরাম সঙ্কটের কারণে প্রতিদিন গড়ে ৩৩ মিনিট সময় নষ্ট হয়৷ একারণে চলতি সংসদের ২য় থেকে ৭ম অধিবেশনে ১৯ কোটি টাকার অর্থিক ক্ষতি হয়েছে৷ আর প্রথম অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনের প্রশংসা করা হলেও কমিটিগুলোকে আরো সচল করার সুপারিশ করা হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক