বাজেট অধিবেশনে বিএনপি’র যোগ দেয়া নিয়ে সংশয়
১৭ মে ২০১১সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরি বিএনপিকে সংসদে যোগ দিয়ে তাদের কথা তুলে ধরার আহ্বান জানিয়েছেন৷
রোববার ৯ম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে৷ আর এই অধিবেশনেই সংবিধান সংশোধানীর প্রস্তাব উত্থাপিত হওয়ার কথা৷ অধিবেশনর প্রথম দিনেই সংসদীয় কমিটি সংবিধান সংশোধনে তাদের রিপোর্ট পেশ করতে পারে৷ দীর্ঘ বিরতির পর গত মার্চের অধিবেশনে বিরোধী দল বিএনপি সংসদে যোগ দিলেও এবারের অধিবেশন যে তারা বর্জন করছে তা মোটমুটি নিশ্চিত৷ বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন ২৯শে মে খালেদা জিয়া বিদেশ থেকে ফিরে এলে তারা এই অধিবেশনে যোগ দেবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত হবে ৷
আর সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরি বলেছেন, বিএনপির অনেক দাবি থাকতে পারে৷ এমনকি আওয়ামী লীগ দেশে থাকবেনা এমন দাবিও তারা তুলতে পারে৷ তবে তা সংসদে গিয়ে বলতে হবে৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফকরুল ইসলাম আলমগির আরেক অনুষ্ঠানে বলেছেন, এই সরকার দেশের বিচার ব্য্যবস্থাকে ধ্বংস করেছে৷ তিনি তাদের বিরুদ্ধে গণঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷
আর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপিকে জনগণ প্রতিহত করবে৷ তারা ক্ষমতায় থাকাকালে যে লুটপাট করছে তার বিচার করা হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক