রুসেফের অভিশংসনের পক্ষে সাংসদরা
১৮ এপ্রিল ২০১৬নিম্নকক্ষের এই সিদ্ধান্ত এখন যাবে সেনেটে৷ ৮১ আসনের সিনেট সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে রুসেফকে ছ'মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে৷ সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এই ছয় মাসে প্রেসিডেন্টের অভিশংসন আইনগতভাবে বৈধ হবে কিনা, তা যাচাই করে দেখবেন৷ এরপর অক্টোবরে সেনেটে আবার ভোট হবে৷ সেখানকার দুই-তৃতীয়াংশ সদস্য অভিশংসনের পক্ষে ভোট দিলে প্রেসিডেন্ট রুসেফ স্থায়ীভাবে অভিশংসিত হয়ে যাবেন৷
এপ্রিলের শেষে বা মে মাসে সেনেট যদি রুসেফকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয় তাহলে ছ'মাসের জন্য প্রেসিডেন্ট হবেন মিশেল টেমের৷ তিনি বর্তমানে ব্রাজিলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন৷ তিনি পিএমডিবি দলের সদস্য৷ অন্যদিকে রুসেফের দলের নাম ওয়ার্কার্স পার্টি (পিটি)৷ অভিযোগ ওঠার পর থেকেই রুসেফের সঙ্গে নেই টেমের৷
রুসেফ অভিশংসিত হয়ে গেলে ২০১৮ সালে নতুন নির্বাচন হওয়া পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট থাকবেন টেমের৷
নিম্নকক্ষের ভোটাভুটিতে ৫১৩ ভোটের মধ্যে রুসেফকে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ৩৬৭টি, অর্থাৎ প্রয়োজনের (৩৪২) চেয়ে ২৫টি বেশি৷
রুসেফের বিরুদ্ধে অভিযোগ
২০১৪ সালে নির্বাচনের প্রচারণার সময় রুসেফ তাঁর আগের শাসনামলের বাজেট ঘাটতি সংক্রান্ত তথ্য লুকিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ এছাড়া সরকারি জ্বালানি কোম্পানি পেট্রবাস-কে ঘিরে এক দুর্নীতিতেও তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ দেশের অর্থনীতির অবস্থাও বেশ খারাপ৷
প্রতিক্রিয়া
ব্রাজিলের ‘প্রেসিডেনশিয়াল চিফ অফ স্টাফ' জাক ওয়াগনার বলেছেন, রুসেফের অভিশংসনের পক্ষে ভোট দিয়ে সাংসদরা ‘মারাত্মক অপরাধ' করেছেন৷ অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই এমন সিদ্ধান্ত নেয়ায় তাঁরা ‘৩০ বছরের গণতান্ত্রিক ধারাকে হুমকির মুখে ফেলে দিলেন৷'' উল্লেখ্য, ১৯৮৫ সালে ব্রাজিলে স্বৈরশাসনের পতন হয়৷
এদিকে, ভাইস প্রেসিডেন্ট টেমের এর সমর্থক নিম্নকক্ষের স্পিকার এদুয়ার্দো কুনহা, যিনি অভিশংসন ত্বরান্বিতের প্রক্রিয়ায় ভূমিকা রেখেছেন, তিনি বলেন, ‘‘এখন তলানি থেকে বের হয়ে আসা প্রয়োজন৷ আর প্রয়োজন উদ্ভূত পরিস্থিতির দ্রুত সমাধান৷''
জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)