1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট দিতে দীর্ঘ লাইন কায়রোয়, সংঘর্ষ অব্যাহত তাহরির স্কোয়্যারে

২৮ নভেম্বর ২০১১

হোসনি মুবারকের পতনের পর এই প্রথম স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মিশরে৷ কিন্তু বর্তমান সেনা শাসনের বিরোধীদের প্রতিবাদ আন্দোলনও বজায় রয়েছে পুরোমাত্রায়৷ সেনাশাসক তানতাওয়ির মতে, মিশরের সংকট এখনও কাটেনি৷

https://p.dw.com/p/13IVX
নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতইছবি: dapd

সকাল থেকেই দীর্ঘ লাইন

মিশরের নির্বাচনে ভোটগ্রহণ নানা বাধার মধ্যে থেকেও সোমবার শুরু হয়েছে শেষ পর্যন্ত৷ রাজধানীর ঐতিহাসিক প্রতিবাদ মঞ্চ তাহরির স্কোয়্যারে যখন নির্বাচন বিরোধীদের অবস্থান এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে, তার পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু আগ্রহের সঙ্গেই ভোটকেন্দ্রগুলির বাইরে দীর্ঘ লাইনে সামিল হয়েছেন সকাল থেকে৷ যার মধ্যে মহিলা এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ চোখে পড়ার মতই, বলছেন পর্যবেক্ষকরা৷ বোঝাই যাচ্ছে, এই নির্বাচনকে দেশের অস্থির পরিস্থিতি প্রশমনের এক উপায় হিসেবে দেখছেন অনেকেই৷ পরিকাঠামোগত কারণে কোথাও কোথাও ভোটগ্রহণ শুরু হতে দেরি হওয়ায় ভোটগ্রহণের সময়সীমা মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কমিটি অফ ইলেকশন৷ এই কমিটির ধারণা, রেকর্ডসংখ্যক মানুষ এই নির্বাচনে ভোট দেবেন৷ ভোটারদের অনেকেই সাংবাদিকদের জানিয়েছেন, দাসত্ব থেকে স্বাধীনতার পথে যাওয়ার জন্যই এই নির্বাচনে তাঁরা ভোট দিচ্ছেন৷

তাহরির স্কোয়্যারের পরিস্থিতি উত্তাল

সোমবার সকাল থেকে রাজধানী কায়রোর তাহরির স্কোয়্যারের জমায়েত এবং নির্বাচন বিরোধীদের বিক্ষোভ উত্তাল হয়ে উঠতে শুরু করে৷ দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের৷ পরিস্থিতি নাটকীয় মোড় নিতে অবশ্য সেভাবে পারেনি এখনও পর্যন্ত, তার অন্যতম প্রধান কারণ সাধারণ মানুষের এই নির্বাচনের প্রতি আগ্রহ৷ তাহরির স্কোয়্যারের আন্দোলন চাইছে সেনা শাসনের হাত থেকে অব্যাহতি৷ কিন্তু আন্দোলনকারীদের নিজেদের মধ্যেই রয়ে গেছে অনেক সংশয়৷ স্পষ্ট পথনির্দেশ তাঁদের সামনে নেই সেভাবে, বলছেন এবারের নির্বাচনে ফেভারিট বলে যাদের ধরা হচ্ছে, সেই মুসলিম ব্রাদারহুড নেতৃত্ব৷ মুসলিম ব্রাদারহুড এই আন্দোলনকে সমর্থন করছে না৷

সেনাশাসক তানতাওয়ি নিজেও মাঠে নেমেছেন

প্রকৃত স্বাধীনতার পথে মিশরকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সেনা প্রশাসনের শীর্ষ কর্তা ফিল্ড মার্শাল তানতাওয়ি আগাম বলে রেখেছেন, নির্বাচনকে ঘিরে কোনরকমের গোলমাল বরদাস্ত করবে না প্রশাসন৷ তানতাওয়ি মনে করেন, বর্তমানে এক সংকটময় সময়ের মধ্যে দিয়ে চলেছে মিশর৷ এই সময়ে ধৈর্য আর সহনশীলতার প্রয়োজন রয়েছে৷ সোমবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর তিনি স্বয়ং বেশ কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন৷ এ পর্যন্ত নির্বাচনী পর্যবেক্ষকরাও কোনরকম নেতিবাচক ইঙ্গিত দেননি এই নির্বাচন প্রসঙ্গে৷ এবারের নির্বাচনে মোট ৫০ মিলিয়ন মানুষ ভোট দেবেন দেশজুড়ে৷ বিভিন্ন ভাগে ভাগ হয়ে ভোটগ্রহণ চলবে মার্চ মাস পর্যন্ত৷ এই নির্বাচনে অংশ নিচ্ছে ৫০ টি নথিবদ্ধ রাজনৈতিক দল৷ যাদের মধ্যে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক দল ‘ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি'র শক্তি সবচেয়ে বেশি বলে ব্যাখ্যা করছে মিডিয়া৷ মিডিয়ার মতে, প্রাক্তন একনায়ক হোসনি মুবারকের দল এই নির্বাচনে অংশ নিলেও, তাদের সেভাবে গ্রহণ করবে না মানুষ৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান