ভারতের বিরাট হার, পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল
১০ নভেম্বর ২০২২অ্যাডিলেড-ওভালে ভারতীয় বোলিংকে নিয়ে ছেলেখেলা করেছেন ইংল্যান্ডের অধিনায়কর জস বাটলার এবং অ্য়ালেক্স হেলস। ম্যাচের শেষে ইংল্য়ান্ডের স্কোরবোর্ড ছিল দেখার মতো। প্লেয়ার অফ দ্য ম্যাচ হেলস ৪৭ বলে ৮৬ এবং জস বাটলার ৪৯ বলে ৮০ রান। চার ওভার বাকি থাকতে ভারতের দেয়া ১৬৯ রানের চ্যালেঞ্জ পার করে যান বাটলার-হেলসরা। এর থেকেই বোঝা যাচ্ছে, কতটা আধিপত্য নিয়ে খেলেছেন তারা। পুরো ইনিংসে আউট হওয়ার মাত্র একটা চান্স দিয়েছিলেন। অনেক উঁচুতে ওঠা ক্যাচ ফেলে দেয় ভারত।
তার আগে অসাধারণ বল করেছেন ইংল্যান্ডের বোলাররা। স্পিনার আদিল রশিদ চার ওভারে মাত্র ২০ রান দিয়েছেন। আরেক স্পিনার লিভিংস্টোন তিন ওভারে মাত্র ২১ রান দিয়েছেন। পেসার জর্ডন শেষের দিকে খুবই ভালো করেছেন। তিন উইকেটও পেয়েছেন। হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলিছাড়া ইংল্যান্ডের এই বোলিংকে ভেদ করার ক্ষমতা কেউ দেখাতে পারেননি। অন্য ম্যাচে সূর্যকুমার বাঁচিয়ে দিয়েছেন। এদিন তিনি ব্যর্থ হওয়ায় ভারত ১৬৮-র বেশি তুলতে পারেনি।
এর পাশাপাশি অশ্বিন দুই ওভারে ২৭ রান দিয়েছেন। ভুবনেশ্বর দুই ওভারে ২৫ রান, শামি তিন ওভারে ৩৯ রান, হার্দিক তিন ওভারে ৩৪ রান। ধীরগতির পিচে কেমনভাবে খেলতে হয় দেখিয়ে দিয়েছেন হেলস ও বাটলার।
কী বললেন গাভাস্কার?
ম্যাচের পর গাভাস্কার বলেছেন, ''ভারত অনেক আগে অস্ট্রেলিয়া এসেছে। প্র্যাক্টিস ম্যাচ, ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে। প্রত্য়াশা ছিল জিতবে। সেখানে এই পারফরম্যান্স হতাশাজনক।'' গাভাস্কারের মতে, ''ভারতের শক্তি হলো ব্যাটিং। সেমিফাইনালে খেলতে পারলো না ব্যাটাররা। বোলারদের সাহায্য করতে স্কোরবোর্ডে অন্তত ১৮০ রান দরকার ছিল।'' গাভাস্কার মনে করেন, ''ভারত বরাবর ভালো চেজ করে। আজ ভাগ্য সহায় ছিল না।''
গাভাস্কার এটাও বলেছেন, হতে পারে, এরপর কিছু বয়স্ক ক্রিকেটার অবসর নেবেন। তবে তারা কারা সেটা তিনি বলেননি।
রোহিত শর্মার বক্তব্য
ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ''বোলাররা ভালো বল করতে পারেনি। নক আউটে চাপ নিতে হয়। ব্যক্তির উপরও নির্ভর করে। সবাইকে বলতে হয় না, চাপ নিতে হবে। আইপিএল সবাই খেলেছে। সবাই জানে, নিজেকে শান্ত রাখতে হয়। আমরা যেভাবে বল করেছি, তা ভালো নয়।''
রোহিত বলেছেন, ''দেখে মনে হয়েছে, বোলাররা টেনশনে ছিল। ভুবির বল সুইং করেছে. কিন্তু ঠিক জায়গায় বল ফেলতে পারেনি। টাইট বল করার দরকার ছিল। সেটা হয়নি। এটাই হতাশাজনক।''
রোহিতের বক্তব্য, ''বাংলাদেশের সঙ্গে ম্যাচও শক্ত ছিল। সেখানে আমরা নার্ভ ধরে রাখতে পেরেছিলাম। সেখানে আমরা আমাদের পরিকল্পনা রূপায়ণ করতে পেরেছিলাম। এবার হয়নি।''
দ্রাবিড় যা বললেন
ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ''ইংল্যান্ড আজ সব বিভাগে আমাদের পর্যুদস্ত করেছে। ওরা আজ খুবই ভালো খেলেছে। এই হার নিয়ে আমরা চিন্তাভাবনা করব। তবে সবমিলিয়ে আমরা প্রতিযোগিতায় ভালো খেলেছি। কিন্তু সেমিফাইনালে হার খুবই হতাশাজনক। এখানে সুইং কম হয়েছে। ওরা আমাদের স্পিনারদের প্রথম থেকে মেরে ছন্দ নষ্ট করে দিয়েছিল। ''
রাহুলের মতে, ''ইংল্যান্ড খুবই ভালো খেলেছে। আমরা হতাশ।''
বাটলার যা বললেন
ইংল্যান্ডের অধিনায়ক বাটলার বলেছেন, ''এটাই প্রতিয়োগিতায় আমাদের সেরা পারফরম্যান্স। অ্যালেক্স অসাধারণ খেলেছে। আমরা খুব উত্তেজিত ছিলাম। আমরা লম্বা ব্যাটিং করতে চেয়েছিলাম। আমরা আত্মবিশ্বাসীও ছিলাম। অ্যালেক্স ও আমি চমৎকার সহয়োগিতা করে খেলেছি। ''
জিএইচ/কেএম(স্টার স্পোর্টস)