1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে গরম খাবার পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা

২৬ অক্টোবর ২০২২

অস্ট্রেলিয়ায় হোটেল ও খাবার নিয়ে সমানে অভিযোগ করছে ভারতীয় দল। মঙ্গলবারও প্র্যাকটিসের পর খাবার নিয়ে তারা অসন্তুষ্ট।

https://p.dw.com/p/4IgQL
বিশ্বকাপে খাবার নিয়ে অভিযোগ করছেন ভারতীয় ক্রিকেটাররা।
বিশ্বকাপে খাবার নিয়ে অভিযোগ করছেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি: Surjeet Yadav/AFP

মঙ্গলবার প্র্যাকটিসে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল-সহ সব ফাস্ট বোলারদের বিশ্রাম দেয়া হয়েছিল। কিন্তু বাকি ভারতীয় প্লেয়াররা বেশ কয়েকঘণ্টা ধরে কঠোর অনুশীলন করেন। কিন্তু তারপর তারা খাবার টেবিলে এসে দেখেন সেখানে স্যান্ডউইচ, ফল ও ফলাফল রাখা। ক্রিকেটাররা তখন গরমাগরম খাবারের প্রত্যাশা করছিলেন। কিন্তু তারা তা পাননি।

ফলে প্লেয়াররা ক্ষুব্ধ হন। অধিকাংশ প্লেয়ার হোটেলে ফিরে গিয়ে খাবার খান। বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, প্লেয়াররা খাবার বয়কট করেননি, কয়েকজন ফল ও ফলাফল খান। কিন্তু সকলেরই বক্তব্য ছিল, মধ্যাহ্নভোজের সময় হয়ে গেছে। তাই তারা হোটেলে ফিরেই খাবেন।

ওই কর্মকর্তার মতে, ''আসলে আইসিসি গরম খাবারের ব্যবস্থা করছে না। দ্বিপাক্ষিক সিরিজের সময় অন্য দেশের বোর্ড ক্রিকেটারদের জন্য গরম ভারতীয় খাবার রাখে। কিন্তু আইসিসি সব দেশের প্লেয়ারদের জন্য একই খাবার রাখে। কিন্তু দুই ঘণ্টা ধরে মাঠে কঠোর অনুশীলনের পর শসা, টমেটো এবং অ্যাভাকেডো দিয়ে ঠাণ্ডা স্যান্ডউইচ নিঃসন্দেহে যথেষ্ট খাবার নয়।''

বিসিসিআই এখন কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার।

হোটেল নিয়ে

এর আগে হোটেল নিয়ে অভিযোগ জানিয়েছিলেন ভারতীয় প্লেয়াররা। প্র্যাকটিস ম্যাচ চলার সময় অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে পাঁচ তারা হোটেলে রাখা হয়। ভারতীয় টিমকে রাখা হয়েছিল চার তারা হোটেলে। তা নিয়েও ক্ষোভ ছিল ভারতীয় টিমের।

জিএইচ/এসজি (পিটিআই)