1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধী দলের অনুপস্থিতিতে পঞ্চদশ সংশোধনী বিল পাশ

৩০ জুন ২০১১

বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম বহাল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল বাংলাদেশ জাতীয় সংসদে পাশ হয়েছে আজ৷ তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে এসেছে অন্তর্বতী সরকার৷

https://p.dw.com/p/11mml
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)ছবি: AP

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সংশোধনীর মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে৷ আর বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সংশোধনী প্রত্যাখ্যান করে বলেছেন, সরকার ক্ষমতা পাকাপোক্ত করার ব্যবস্থা করল৷

সংবিধানের এই পঞ্চদশ সংশোধনী পাশ হয় বিভক্তি ভোটের মধ্য দিয়ে৷ ২৯১টি হ্যাঁ ভোট এবং ১টি না ভোট পড়ে৷ মহাজোটের শরিক দল জাতীয় পার্টি এবং ন্যাপ ছাড়া অন্যদলের সদস্যরা ভোট দানে বিরত থাকেন৷ স্বতন্ত্র সদস্য ফজলুল আযিম চৌধুরী এই বিলের বিরুদ্ধে ওয়াক আউট করেন৷ সংসদে ছিলেননা প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়তের সদস্যরা৷

মোট ৬৫টি সংশোধানী প্রস্তাব কন্ঠভোটে নাকচ হয়ে যায়৷ ভোটদানে বিরত ছিলেন রাশেদ খান মেনন এমপি এবং হাসানুল হক ইনু এমপি৷ তারা সংবিধানে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম কথাগুলো রাখার বিরোধিতা করেন৷

Bangladesch Wahlen
বিরোধী নেত্রী খালেদা জিয়া (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

আইনমন্ত্রী সংসদে সংশোধনী প্রস্তাব বাতিল করার পক্ষে যুক্তি তুলে ধরেন৷ প্রত্যাখ্যান করেন স্বতন্ত্র সদস্য ফজলুল আযিম চৌধুরীর জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব৷

এই সংশোধানী পাশের মধ্য দিয়ে বহুল আলোচিত তত্ত্বাবায়ক সরকার বাতিল হল৷ তার জায়গায় এলো অন্তর্বতী সরকার৷ বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্মে সংবিধানে থেকে গেল৷ থাকল ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ৷

সংশোধানী বিল পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী সংসদে বলেন, এর মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে৷

আর প্রধান বিরোধী দল বিএনপি-র নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এই সংশোধনীর উদ্দেশ্য, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা৷ বিএনএপি এই সংশোধনী মানেনা৷

গত ৮ই জুন সংবিধান সংশোধন কমিটি ৫১টি সুপারিশসহ সংবিধান সংশোধন রিপোর্ট সংসদে পেশ করে৷ তারপর সেই রিপোর্ট মন্ত্রিসভার অনুমোদনের পর ২৫ শে জুন বিল আকারে সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী৷ স্থায়ী কমিটির পরীক্ষা-নিরীক্ষার পর আজ বিরোধী দলের অনুপস্থিতিতে পঞ্চদশ সংশোধনী পাশ হল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান