বিপজ্জনক ট্রেকিং
২১ নভেম্বর ২০১৭বিজ্ঞাপন
মহারাষ্ট্রের অন্যতম পর্যটন স্পট কালাভান্তি দুর্গে পৌঁছানোর পথ এটি৷ ভিডিওতে দেখানো হয়, ২৩০০ ফুট উচুঁ ও ৭০০ ফুট খাড়া পথ বেয়ে নামছেন অনেকে৷ দূর্ঘটনা এড়াতে প্রায় কারোরই নেই কোনো প্রস্তুতি৷
অনেকে অবশ্য মন্তব্য করেছেন, যতটা দেখানো হয়েছে ঠিক ততটা ভয়াবহ নয় এ পাহাড়৷ ভারতের মহারাষ্ট্র জুড়েই রয়েছে এমন অসংখ্য পাহাড়, যেখানে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে৷
গত চারমাসে এ ভিডিও দেখা হয়েছে প্রায় দুই কোটি ৫০ লক্ষবার৷ শেয়ার হয়েছে সাড়ে তিন লক্ষেরও বেশি বার৷
আরএন/ডিজি
ভিডিওটি দেখলেন? কেমন লাগলো লিখুন নীচের ঘরে৷