পাহাড়-পর্বতকে নিয়ে তোলা বছরের সেরা আলোকচিত্র
আগ্নেয়গিরি, গুহা, বরফে ঢাকা পাহাড়ের চুড়া: এ বছরের ‘ইন্টারন্যাশনাল মাউন্টেইন সামিট ফটো কনটেস্ট’ বা আন্তর্জাতিক পর্বতশৃঙ্গ আলোকচিত্র প্রতিযোগিতার ছবিগুলো দেখলে তক্ষুণি ট্রেকিংয়ে যেতে ইচ্ছে করে৷
মাউন্টেইন ফটো অফ দ্য ইয়ার
২০১৭ সালের জানুয়ারি মাসে মেক্সিকোর কলিমা আগ্নেয়গিরিতে যখন বিস্ফোরণ ঘটে, সের্গিও তাপিরো ভেলাস্কো সেখান থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ছিলেন৷ প্রচণ্ড একটা আওয়াজ, আকাশে ছাইয়ের মেঘ আর আগ্নেয়গিরির ঢাল বেয়ে লাভার স্রোত: ভেলাস্কো দৃশ্যটিকে তাঁর ক্যামেরায় ধরে রেখে এবার বছরের সেরা পাহাড়ের ছবির পুরস্কার পেয়েছেন৷
মাউন্টেইন অ্যাকশন
ভোরের আলো ফোটার আগে উঠে, অস্ট্রিয়ার আর্লব্যার্গে পাহাড়ের ঢালে স্নোবোর্ডারদের কেরামতির এই ছবিটি তোলেন প্যাট্রিক স্টাইনার৷
মানুষটা কে?
ইটালির ডলোমাইট পর্বতমালায় পাহাড়, মেঘ আর কুয়াশার এই ফটোটি তোলেন ইওনা সালকার৷ কথা হলো, অতল খাদের মুখে দাঁড়িয়ে কি এক মানুষ, না একটি স্তম্ভ? সালকার ‘পর্বত প্রকৃতি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন ‘প্রকৃতির খেলায় নিত্য নতুন আঙ্গিক’ তুলে ধরার জন্য৷
বাদুড় ঝোলা
ভিয়েনা থেকে আসা স্ল্যাকলাইনাররা অস্ট্রিয়ার পাইলস্টাইনে বাদুড়ঝোলা হয়ে আছেন: ছবিটি ‘টিম স্পিরিট’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে৷ আলোকচিত্রী সেবাস্টিয়ান ভালহ্যুটার বলেছেন, দেখে নাকি তাঁর তিব্বতে শালু ঝোলানোর কথা মনে পড়েছে৷
স্টকনেসের রাত্রি
মাউরিৎসিও কাসুলা আইসল্যান্ডে তাঁর প্রথম সফরে স্টকনেসের মাউন্ট ক্লিফাটিন্ডুরে এই ছবিটি তোলেন৷ এ ছবিই ‘পাহাড় ও পানি’ বিভাগে প্রথম পুরস্কার জয় করেছে৷
মাউন্টেইন মোবাইল
মোবাইল ফোন দিয়ে তোলা পাহাড়ের ছবি ইন্টারন্যাশনাল মাউন্টেইন সামিট প্রতিযোগিতায় একটি নতুন বিভাগ৷ ক্রিস্টিনে ট্রেবো ইটালির ডলোমাইট পর্বতমালায় তাঁর স্মার্টফোন দিয়ে এই ছবিটি তুলে নতুন বিভাগে প্রথম বিজয়ী হয়েছেন৷
পাহাড়ের মুখ
বিভাগটির নাম ‘মাউন্টেইন ফেসেস’৷ নেপালে ট্রেকিং করতে গিয়ে এক নেপালি কিশোরের ছবিটি তোলেন আন্টন ইয়ানকোভি৷
মাউন্টেইন অ্যাকশন বিভাগে দ্বিতীয় পুরস্কার
পাহাড়ে তারের ওপর ব্যালান্স করার ছবিটি তুলেছেন স্টেফান শ্লুম্ফ৷
টিম স্পিরিট বিভাগে দ্বিতীয় পুরস্কার
মাউরো গাম্বিকর্তির ছবিতে একদল পর্বতারোহী বরফ সরিয়ে পথ করছেন৷
মাউন্টেইন নেচার বিভাগে দ্বিতীয় পুরস্কার
পর্বতের দিনরাত্রির স্বপ্নময় ছবিটি তুলেছেন মিশেল চিমিনি৷
মাউন্টেইন মোবাইল বিভাগে দ্বিতীয় পুরস্কার
পাহাড় নয়, পাহাড়ে বাস করা কোনো উপজাতিক মানুষের ছবি৷ ছবিটি তোলেন কার্লোস নরিয়েগা৷
মাউন্টেইন ওয়াটার বিভাগে দ্বিতীয় পুরস্কার
বরফে ঢাকা পাহাড়ের ছবিটি তোলেন ফের্নান্দো মারেল্লি৷
মাউন্টেইন ফেসেস বিভাগে দ্বিতীয় পুরস্কার
পাহাড়ের মুখ: রোনাল্ড রাইনস্টাডলারের তোলা ছবি৷