সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি
২৪ ডিসেম্বর ২০১১তারা বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শ বিবেচনা না করে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন৷
বিতর্কিত বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথা বলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা৷ রাজনৈতিক বিবেচনার উর্ধ্বে উঠে বিচারক নিয়োগের সুপারিশও করেছেন তারা৷ বাংলাদেশ ইন্সটিউট অব ল এন্ড ইন্টারন্যাশনার এফেয়ার্স সংক্ষেপে বিলিয়া আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন৷
সেমিনারে লিখিত বক্তব্য পাঠ করেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী৷ তিনি বলেন, বিচারপতিরা যে রায় দেন তা যেন অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে না হয়৷ সকল বিচারপতিকে রাজনৈতিক বিতর্কের উর্ধ্বে উঠে রায় দেয়ার আহবান জানান তিনি৷
সংবিধান বিশেষজ্ঞ বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা না করে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে৷ পদোন্নতির ক্ষেত্রেও দলীয় বিবেচনাকে গুরুত্ব দেয়া উচিত নয়৷
সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বলেন, বিচারক নিয়োগের জন্য আইন করার কথা বলা আছে৷ কিন্তু দুঃখজনক হলেও সত্যি তা করা হয়নি৷ তিনি বলেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে কোন চেষ্টাই সফল হবে না, কোন পরিবর্তনও আসবে না৷ তিনি রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার আহবান জানান৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আনোয়ার হোসেন বলেন, অনেক বিশিষ্টজন আদালত ও বিচারক নিয়ে কথা বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা নিজেরাও খারাপ লোকের সঙ্গে হাত মিলিয়েছেন৷ তারপরও সবকিছুর উর্ধ্বে উঠে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার কথা বললেন তিনি৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম