আইনজীবী মৃত্যুর ঘটনা নিয়ে উত্তপ্ত রাজনীতি
২৮ আগস্ট ২০১১তিনি বলছেন তাঁর মৃত্যু দু:খজনক৷ তাঁকে নির্যাতনের যে অভিযোগ উঠেছে তার তদন্ত না হলে প্রশ্ন থেকে যাবে৷
হাইকোর্টে হাঙ্গামার ঘটনায় বিএনপিপন্থী আইনজীবী এ্যাডভোকেট এম ইউ আহমেদকে পুলিশ গ্রেফতার করে গত ১১ই আগস্ট৷ গ্রেফতারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ ঐদিনই তাঁকে হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করে৷ তখনই তাঁর পরিবাবের সদস্যরা তাঁকে নির্যাতনের অভিযোগ করেন৷ এরপর ১৬ই আগস্ট তাঁকে পুলিশ পাহারায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়৷ ১৭ই আগস্ট তিনি জামিন পান৷ আর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান শুক্রবার৷ বিএনপি অভিযোগ করেছে নির্যাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে৷ এজন্য তাঁরা শনিবার প্রতিবাদ কর্মসূচি পালন করে৷ অবস্থান করে প্রধান বিচারপতির বাসভনের সামনে৷ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন দাবি করেন তাঁর পোস্টমর্টেম রিপোর্ট প্রভাবিত করা হচ্ছে৷
একই অভিযোগ করেন বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ৷
এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান মৃত্যুর কারণ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন৷
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরও মৃত্যুর ঘটনা তদন্তের দাবি করেন৷
আর আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন বিএনপি এ্যাডভোকেট এম ইউ আহমেদের মৃত্যুর ঘটনা নিয়ে রাজনীতি করছে৷
এদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এটর্নি জেনারেলের বিরুদ্ধে পোস্টমর্টেম রিপোর্ট প্রভাবিত করার যে অভিযোগ এনেছেন তা প্রত্যাহারের দাবি করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম৷ নয়তো তিনি মানহানির মামলা করবেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: জাহিদুল হক