বাংলাদেশের প্রমীলা ফুটবল দল এখনো অনেক পিছিয়ে
২০ জুলাই ২০১১ফুটবলে বাংলাদেশও পিছিয়ে নেই৷ বাংলাদেশের প্রমীলা ফুটবল দলের ক্যাপ্টেন তৃষ্ণা চাকমা৷ তৃষ্ণা চাকমা বিশ্বকাপ দেখার পর তার অনুভূতির কথা জানাতে গিয়ে বললেন,‘‘আমি ফাইনাল খেলা দেখার পর যখনই চিন্তা করি তখনই ভাবি যে আমরা অনেক পিছিয়ে আছি৷ আমাদের পক্ষে ফাইনাল খেলার পর্যায় পর্যন্ত যাওয়া আদৌ সম্ভব কিনা – সেটাই আমি চিন্তা করি৷ নিজেদের আমরা বারবার প্রশ্ন করেছি আমরা এতদূর যেতে পারবো কিনা৷ কারণ বাংলাদেশে মেয়েদের খেলার জন্য মাঠ পাওয়া যায় না৷ এছাড়া আরো অনেক সমস্যা রয়েছে৷ এরপরেও মেয়েদের মধ্যে ফুটবল খেলার প্রতি আগ্রহ রয়েছে এটা আমি বিশ্বাস করি৷ প্রতিটি খেলোয়াড়ই চায় একটি পর্যায়ে পৌঁছাতে, ভাল খেলতে৷ এখনো সবাই সেরকম চিন্তা ভাবনা চিন্তা-ভাবনা করছে, সবাই চেষ্টা করছে ভাল খেলার৷ আমরা যদি নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাই তাহলে আমরা ভাল করবো৷ এখানে খুবই কম ম্যাচ অনুষ্ঠিত হয়৷ আমাদের এখানে ঘরোয়া-ফুটবল বা ঘরোয়া খেলার আয়োজন একেবারেই করা হয় না৷''
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: সঞ্জীব বর্মন