1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিঙ্ক কার্নেশনরা দেশে ফিরল

১৯ জুলাই ২০১১

জাপানের বিশ্বজয়ী প্রমীলা ফুটবলাররা সুদীর্ঘ বিমানযাত্রার পর টোকিও'র বাইরে নারিতা বিমানবন্দরে লুফৎহানসার বিমান থেকে নামল৷ এক দেশ মানুষ তাদের দেখবার জন্য পাগল৷

https://p.dw.com/p/11zGa
বিশ্বজয়ী জাপানের নারীরাছবি: dapd

ভূমিকম্প-সুনামি-পরমাণু বিপর্যয় বিধ্বস্ত একটি দেশকে আবার হাসতে শেখাল, কাঁদতে শেখাল এই এক মুঠো পিঙ্ক কার্নেশন৷ কিন্তু পিঙ্ক কার্নশনের মতোই লাজুক, মুখচোরা তারা৷ নেমে শ'দুয়েক ফ্যান কিন্তু শ'তিনেক ফোটোগ্রাফারের ভিড় দেখে পালাতে পারলে বাঁচে! নাদেশিকোদের ক্যাপ্টেন হোমারে সাওয়া নিজেই বলেছে: ‘‘আমরা যে বিশ্বকাপ জিতেছি, সেটা উপলব্ধি করলাম নারিতা এয়ারপোর্টে নেমে!''

Frauen-Fußball-WM Japan USA FINALE JAPAN WELTMEISTER no flash
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস জাপানের সাম্প্রতিক বিপর্যয়ের দুঃখ ছাপিয়ে গেছেছবি: dapd

জাপানের হয়ে ১৭৩টি ইন্টারন্যাশনালে খেলে ৮০টি গোল করেছেন এই সাওয়া৷ এই বিশ্বকাপে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জিতেছেন, পেয়েছেন ফেয়ার প্লে অ্যাওয়ার্ড৷ কিন্তু মিডিয়ার সামনে তারই সব ভুলভাল হয়ে যাচ্ছে৷ বলবার আগে বসে পড়ছেন, আবার দাঁড়িয়ে উঠে লজ্জায় মুখ ঢাকছেন৷ ‘‘এতো লোক যে আমাদের স্বাগত জানাতে এসেছে, এ কোনোদিন দেখিনি৷'' আর কোচ নোরিও সাসাকি বলছেন, এ'তো পুরুষদের টিমকে স্বাগত জানানোর মতো৷

সাওয়া বললেন: ‘‘আমরা জাপানের মানুষদের কাছ থেকে অবিশ্বাস্য সমর্থন পেয়েছি৷ আমরা সেই শক্তি আর সাহসের কিছুটা স্বদেশের বিপর্যস্তদের ফিরিয়ে দিতে চেয়েছি৷'' তাহলে কোচ সাসাকির এই গল্পটা যোগ করে সাওয়াকে লজ্জায় ফেলতে ইচ্ছে করছে৷ পেনাল্টি শুটআউটে কে কে থাকবে, সাসাকি যখন তার তালিকা তৈরি করছেন, তখন এই সাওয়াই নাকি বলে উঠেছিলেন: ‘‘আমি ও'তে নেই!''

Japan Weltmeister Frauenfußball 2011 Flash-Galerie
হোমারা সাওয়া ও কোচ নোরিও সাসাকিছবি: picture-alliance/Sven Simon

নয়তো এই নাদেশিকো দলে অবিশ্বাস্য প্রেরণা আর সংহতি আছে, বলেছেন সাওয়া৷ আর সাসাকি বলেছেন, এখানেই থামলে চলবে না৷ আগামী বছর লন্ডন অলিম্পিকের জন্য কোয়ালিফাই করতে হবে৷ সাওয়া যোগ করেছেন, ‘‘এযাবৎ আমরা কোনো অলিম্পিক খেতাব জিতিনি৷ সেটাই হবে আমাদের পরবর্তী লক্ষ্য৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য