ডিজাইনার অফ দ্য ইয়ার
১২ জানুয়ারি ২০১৭ইউজেনি কুইটলেট-এর জন্ম ১৯৭২ সালে স্পেনের ইবিৎসায়৷ বার্সেলোনায় ডিজাইন নিয়ে পড়াশুনা৷ কুইটলেট বলেন, ‘‘এটা খুবই জরুরি যে, প্রত্যেকটি জিনিসে যেন একটা জাদু থাকে, এমন কিছু একটা, যা আপনাকে চমকে দেবে, আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাবে৷ শেষমেষ আমাদের চাই হয়ত একটা চেয়ার কিংবা টেবিল কিংবা বাতি – কিন্তু আমরা তা নিয়ে খেলতেও চাই৷ জিনিসটা তৈরি করার সময়ে এই অনুভূতি হওয়া চাই যে, এটা শুধু একটা কাজের জিনিস নয়, বরং তার যা কাজ, তার চেয়ে অনেক বেশি কিছু সেই জিনিসটার মধ্যে লুকিয়ে আছে৷ এটাই হলো ড্রিম টুলস-এর আইডিয়া৷ জলের নীচে যে জগৎ, তা থেকে আমি প্রেরণাটা পাই৷ এটা হলো সাগরের উপরিভাগ, এগুলো হলো সাগরের ঢেউ৷ এখানে আবার টেলিফোন রাখা যায়, কিংবা কলম, কিংবা ভিজিটিং কার্ড৷ তারপর এটাকে টেবিলের ওপর রাখলেই হলো৷''
২০১১ সাল থেকে ইউজেনি কুইটলেট নিজেকে বলেন ‘‘দিজোনিয়াদোর'', স্প্যানিশ ভাষায় ‘ডিজাইনার' আর ‘ভাবুক' মেলালে যা দাঁড়ায়৷ এটাই তাঁর নিজের লেবেল৷ তাঁর ছোট্ট টিম একসঙ্গে নানা প্রোজেক্ট নিয়ে কাজ করে, কেননা প্রকল্পের ধারণা থেকে চূড়ান্ত পণ্যটি তৈরি হতে বছর পাঁচেক সময় লেগে যায়৷ কুইটলেটের বক্তব্য হল, ‘‘আমরা কত বড় কোম্পানি, সেটা কথা নয়৷ বড় প্রোডাক্টের মতোই একটা ছোট প্রোডাক্টেও অনেকটা কাজ থাকতে পারে৷ যেমন ধরুন এই প্লাস্টিকের ফর্ক বা কাঁটা৷ যে কোনো সেতু কিংবা বাড়ির মতোই এটা পরিকল্পনা করে করা হয়েছে৷''
ইউজেনি কুইটলেট ডিজাইনের কাজ শিখেছেন প্যারিসে, ফিলিপ স্টার্কের কাছ থেকে৷ দশ বছর কাজ করেছেন স্টার্কের সঙ্গে৷ তারপর কুইটলেট বহু নামকরা কোম্পানির জন্য পণ্য তৈরি করেছেন৷ তবে ডিজাইনার অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়াটা তাঁর কাছেও একটা বিশেষ সম্মান৷
ডানিয়েলা শুলৎস/এসি