1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝুলে রইলো কেন্দ্রের ওপর মায়াবতীর সমর্থন তুলে নেয়া

১০ অক্টোবর ২০১২

কেন্দ্রের কংগ্রেস-জোট সরকারের ওপর থেকে বহুজন সমাজ পার্টি সমর্থন তুলে নেবে কিনা তা ঘোষণার কথা ছিল আজ৷ সভানেত্রী মায়াবতী দলের কর্মসমিতি এবং সংসদীয় বোর্ডের বৈঠকের পর জানান, এ বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে৷

https://p.dw.com/p/16NJV
মায়াবতী
ছবি: AP

মনমোহন সিং-এর জোট সরকারের ওপর থেকে সমর্থনের বিষয়টি ঝুলিয়ে রাখলেন বহুজন সমাজ পার্টি বিএসপি'র সুপ্রিমো উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী৷ ২১ জন সাংসদ নিয়ে বিএসপি বাইরে থেকে সমর্থন দিয়ে আসছে কেন্দ্রকে৷ আজ দলের কর্মসমিতি এবং সংসদীয় বোর্ডের বৈঠকের পর সংবাদ সম্মেলনে মায়াবতী জানালেন, সব দিক খতিয়ে দেখে সমর্থন তুলে নেয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে এবং তা শীঘ্রই জানানো হবে৷

পাশাপাশি মনমোহন সিং সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্রকে বাইরে থেকে সমর্থন দিয়ে এসেছে দেশের সাম্প্রদায়িক শক্তিকে দুর্বল করে দলিত, সংখ্যালঘু থেকে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণের স্বার্থে৷ কিন্তু দুঃখের বিষয়, শুরু থেকেই কেন্দ্রের কাজকর্মে তাঁর দল হতাশ৷ মায়াবতীর অভিযোগ, সরকার বেশ কিছু জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে৷ সরকারের ভুল সিদ্ধান্তে জিনিসপত্রের দাম বেড়েছে৷ তবে খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশির লগ্নিতে আমজনতার উপকার হয়েছে দেখাতে পারলে বিএসপি তা সমর্থন করবে৷

উত্তরপ্রদেশে মায়াবতীর মূর্তি...
ছবি: DW

রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, সরকারকে চাপে রেখে তাঁর বিরুদ্ধে সঙ্গতিহীন আয় এবং তাজ করিডর মামলায় সুবিধা আদায় করে নিতে চান৷ কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই ঐ মামলায় কী পদক্ষেপ নেয়, সেটা দেখার জন্যই সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হলো৷ কারণ মায়াবতী জানেন, মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সমর্থন তুলে নেবার পর কেন্দ্রের কংগ্রেস-জোট সরকার সংসদে সংখ্যালঘু হয়ে পড়েছে৷ নিম্নকক্ষ লোকসভায় মায়াবতীর সমর্থন তাই মনমোহন সিং-এর কাছে বিশেষ জরুরি৷ না হলে কোনো বিল পাশ করানো মুশকিল হবে৷ অন্যদিকে, মায়াবতীর সমর্থন আদায়ে সিবিআই-এর জুজু দেখাতে ছাড়বে না সরকার৷

এই রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দল সংসদীয় নির্বাচন নির্ধারিত ২০১৪ সালের আগে হবে মনে করে নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য