হরতাল প্রতিহত করার ঘোষণা
২৩ ফেব্রুয়ারি ২০১৩রায়ের বাজারের পতাকা সমাবেশ থেকে আগামীকাল রোববারের হরতাল প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে৷ ১২টি ইসলামি দলের এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷ এদিকে পাবনায় জামায়াতের শনিবারের আধাবেলা হরতালে দুই জন নিহত হয়েছে৷ আর বরিশালে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে৷
শুক্রবারের তাণ্ডবের পর রাতেই আবার শাহবাগে জড়ো হয় তরুণ প্রজন্ম৷ আর সেখান থেকেই ফের সার্বক্ষণিক অবস্থানের ঘোষণা দেয়া হয়৷ গণজাগরণের ১৯তম দিনে চলে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ৷
সেখানে জড়ো হওয়া তরুণরা জানান তারা রোববার জামায়াত নিয়ন্ত্রিত ১২টি দলের ডাকা হরতাল প্রতিহত করবেন৷
আর বিকেলে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয় পতাকা সমাবেশ৷ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সব শ্রেণির মানুষ পতাকা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন৷ তাঁরা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি ছাড়া তারা ঘরে ফিরবেন না৷ অন্যতম সংগঠক ডা. ইমরান এইচ সরকার সমাবেশে জানান, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে৷ তাদের তাণ্ডব আর কোনোভাবেই মেনে নেয়া হবে না৷ রোববারে হরতাল প্রতিহত করে তার জবাব দেয়া হবে৷
এদিকে হরতালের কারণে সরকার রবিবারের এসএসসি পরীক্ষা বাতিল করে মার্চের এক তারিখে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে৷ দোকান ও পরিবহণ মালিকরা হরতাল প্রত্যাখ্যান করেছেন৷ তবে এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷
এদিকে আজ শনিবার পাবনায় জামায়াতের ডাকা হরতালে সহিংসতা হয়েছে৷ জামায়াত ও পুলিশের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন৷ বরিশালেও জামায়াত শিবিরের লোকজন ভাঙচুর এবং আগুনসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলে জানা গেছে৷
অন্যদিকে শুক্রবারের তাণ্ডবের ঘটনায় ঢাকাসহ সারা দেশে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ আর দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ধর্মীয় উস্কানির অভিযোগে মামলা করেছে পুলিশ৷