গোয়ায় মমতার সঙ্গে জোটে নেই কেজরিওয়াল
২৩ ডিসেম্বর ২০২১তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন বড় দিদি। মমতা দিল্লি এলেই তিনি দেখা করেন তার সঙ্গে। কিন্তু তৃণমূল চাইলেও গোয়ার ভোটে ঘাসফুলের সঙ্গে জোটে যাবেন না কেজরিওয়াল। গোয়ায় কেজরিওয়ালকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি তো মমতাকে বড় দিদি বলেন, তাহলে তার সঙ্গে কেন জোট করবেন না? কেজরিওয়ালের জবাব, সারা দেশে তার এরকম অনেক বড় দাদা ও বড় দিদি আছেন। তাদের কারো সঙ্গেই আপের জোট নেই। রাজনৈতিক জোটের বিষয়টি আলাদা।
কেজরিওয়াল বলেছেন, ভোটের পর যদি দেখা যায়, মানুষ কারো পক্ষেই স্পষ্ট রায় দেননি, তখন সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে যেতে পারে আপ। তৃণমূলকে কি সমমনোভাবাপন্ন দল বলে মনে করেন? কেজরিওয়ালের জবাব, অনেক সমমনোভবাপন্ন দল আছে।
কেজরিওয়াল বলেন, ''কেন আমাদের তৃণমূলের সঙ্গে জোট করতে হবে? আমরা ওদের সঙ্গে কোনো জোট করছি না। কোনো আলোচনাও চলছে না।''
গোয়ায় আপ ৪০টি আসনেই লড়বে। তৃণমূল ইতিমধ্যে এমজিপি-র সঙ্গে জোট করেছে। তারাও সব আসনেই লড়তে চায়। কংগ্রেসও সব আসনে লড়বে। ফলে বিজেপি-বিরোধী ভোট তিন ভাগে বিভক্ত হবে।
জিএইচ/এসজি (পিটিআই)