কেজরিওয়াল কি ঢাকায় জিততে পারতেন?
১৫ ফেব্রুয়ারি ২০২০তাঁরা মনে করছেন, কেজরিওয়ালের মতো রাজনীতিতে অনভিজ্ঞ একজন মানুষ যেভাবে কংগ্রেস, বিজেপির মতো প্রতিষ্ঠিত দলকে হারিয়ে দিল্লি জয় করেছেন, বাংলাদেশেও তেমন একজনকে প্রয়োজন৷ এছাড়া কেজরিওয়াল সরকার দিল্লির মানুষকে যেভাবে সেবা দিয়েছে সেটা দেখেও আরো বেশি করে একজন কেজরিওয়ালকে চাইছেন বাংলাদেশের অনেক মানুষ৷
কিন্তু কেজরিওয়ালের মতো কারও কি বাংলাদেশের রাজনীতি করা সম্ভব? বাংলাদেশে কি সেই পরিস্থিতি আছে?
কাগজে কলমে বাংলাদেশে ভারতের মতোই গণতন্ত্র আছে৷ তবে পার্থক্যটা হচ্ছে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি আগ্রহ হারিয়েছে৷ তাইতো সদ্য অনুষ্ঠিত দক্ষিণ ঢাকার নির্বাচনে মাত্র ২৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন৷ আর উত্তরে ভোটার উপস্থিতি ছিল মাত্র ২৫ দশমিক ৩ শতাংশ৷
আর কেজরিওয়াল যে নির্বাচনে জিতেছেন সেই নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৫৮ শতাংশ৷
এছাড়া ঢাকা সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় সরকার দলীয় কর্মীদের বাধা এবং বিএনপির পোলিং এজেন্টদের বিরুদ্ধে মামলার হুমকি ও গ্রেপ্তারের মতো ঘটনা দিল্লির নির্বাচনের ক্ষেত্রে দেখা যায়নি৷
এই অবস্থায় প্রশ্ন তোলা যেতে পারে, কেজরিওয়াল যদি ঢাকায় নির্বাচন করতেন তাহলে কি জিততে পারতেন?
আবার অন্যভাবেও বিষয়টি দেখা যেতে পারে৷ আমরা কেন বাংলাদেশে একজন কেজরিওয়াল আশা করছি? তিনিতো শুধু রাজ্য নির্বাচনে জিতছেন৷ তাঁর দলতো ভারত জুড়ে জিততে পারছে না৷ ২০১৪ সালের সাধারণ নির্বাচনে ৪৩৪ জন প্রার্থী দাঁড় করিয়ে কেজরিওয়ালের দল জিতেছিল মাত্র চারটি আসনে৷ কেজরিওয়াল নিজেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ে হেরেছিলেন৷ এরপর ২০১৯ সালে আর এত বেশি প্রার্থীর দিকে না গিয়ে মাত্র ৪০টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আম আদমি পার্টি৷ জিতেছে মাত্র একটিতে৷
তাই বলে কেজরিওয়ালের দিল্লি জয়কে খাটো করে দেখার সুযোগ নেই৷ বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর মতো ক্যারিশমার লোক প্রয়োজন৷ সেটা সম্ভব হলেই কেবল একের অধিক কেজরিওয়ালের সন্ধান পাওয়া সম্ভব৷
দেখুন ৬ ফেব্রুয়ারির ছবিঘর...