বিলিয়ন পাসওয়ার্ড চুরি
৭ আগস্ট ২০১৪নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছে এই তথ্য৷ মার্কিন কোম্পানি ‘হোল্ড সিকিউরিটি' জানিয়েছে, রাশিয়ার এই ‘হ্যাকার গ্যাং'-এর নাম ‘সাইবারভর'৷ এই গ্যাং ৪ লাখ ২০ হাজারের বেশি ওয়েবসাইটের ব্যবহারকারীদের ‘ইউজার নেম' এবং ‘পাসওয়ার্ড' চুরি করেছে৷ ব্যবহারকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে সাধারণ মানুষ৷
এক বিবৃতিতে ‘হোল্ড সিকিউরিটি' লিখেছে, ‘‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যদি আপনার তথ্য সংরক্ষণ করা থাকে, তাহলে সম্ভবত আপনিও আক্রান্ত হয়েছেন৷''
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘‘ইন্টারনেটে থাকা তথ্য সরাসরি আপনার কাছ থেকে চুরির দরকার হয় না৷ বরং আপনি যেসব সাইটে বা যার কাছে ব্যক্তিগত তথ্য দিয়েছেন, সেখান থেকেই সেটা চুরি করা সম্ভব৷ হতে পারে তা আপনার চাকুরিদাতা কিংবা আপনার বন্ধু কিংবা পরিবারের কেউ৷''
মার্কিন এই নিরাপত্তা প্রতিষ্ঠানটি অনলাইনে তথ্য চুরি বা হ্যাকিং শনাক্তে বিশেষ পারদর্শী৷ তারা জানিয়েছে, রাশিয়ার হ্যাকরার শুরুতে অন্যান্য হ্যাকারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে৷ এরপর সেসব তথ্যের ভিত্তিতে ম্যালওয়ার সেটআপ করেছে যা তাদের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের পথ খুলে দিয়েছে৷
প্রতিষ্ঠানটি তাদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে জানিয়েছে যে, রাশিয়ার হ্যাকারগ্রুপটি সব মিলিয়ে এক দশমিক দুই বিলিয়ন ই-মেল এবং সেসবের পাসওয়ার্ড সংগ্রহে সক্ষম হয়েছে৷ এগুলোর মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটের অ্যাকাউন্টের তথ্যও রয়েছে৷
প্রসঙ্গত, সাইবারভর-এর ‘ভর' শব্দটি রাশিয়ান৷ এর অর্থ হচ্ছে চোর৷ স্বঘোষিত এই চোরেরা রাশিয়ায় ‘সাউথ সেন্ট্রাল' অঞ্চলে অবস্থান করছে বলে ধারণা করছেন গবেষকরা৷ তাঁদের মতে, সাইবারভরের সদস্য সংখ্যা এক ডজনের কম৷ তাঁরা গ্রুপ হিসেবে সংঘবদ্ধভাবে কাজ করছে৷ অর্থাৎ তাঁদের মধ্যে কাজ নির্দিষ্টভাবে ভাগ করা রয়েছে৷
হোল্ড সিকিউরিটির প্রতিষ্ঠাতা এলেক্স হোল্ডেন বলেন, ‘‘এদের কয়েকজন প্রোগ্রামিং করছেন, আর বাকিরা তথ্য চুরি করছেন৷''
এআই/ডিজি (এএফপি, এপি)