1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাইক্রোসফটে আবারো ত্রুটি

২৯ এপ্রিল ২০১৪

মাইক্রোসফটে ওয়েব ব্রাউজার হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইন্টারনেট এক্সপ্লোরার৷ রবিবার এই ব্রাউজারে একটি নিরাপত্তা ত্রুটি চোখে পড়ে মাইক্রোসফটের৷ যেটা সারাতে, তার সমাধান করতে এখনও কাজ করে চলেছে তারা৷

https://p.dw.com/p/1BpaG
ছবি: picture-alliance/dpa

মাইক্রোসফট জানিয়েছে, শনাক্ত করার সাথে সাথে ত্রুটি মেরামতে উঠে পড়ে লেগেছে তারা৷ মার্কিন এই সফটওয়্যার প্রতিষ্ঠান জানিয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরারের ১১টি ফ্ল্যাগশিপের মধ্যে ছয়টি ভার্সন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এগুলোতে ‘কোডিং' সমস্যা দেখা দিয়েছে৷ এই ত্রুটির ফলে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে কোটি কোটি মানুষের তথ্য৷ এ জন্য ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে মাইক্রোসফট৷ তবে সাইবার হামলা সীমিত আকারে হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে তারা৷

Windows XP / Microsoft
উইন্ডোজ এক্সপির পুরোনো ভার্সন বন্ধ হয়ে গেছেছবি: picture-alliance/dpa

মাইক্রোসফট বলছে, যে সমস্ত সাইবার হামলাকারী সঠিকভাবে কোড ভাঙতে সক্ষম হবে তারা হয়ত আসল ব্যবহারকারীর সব ধরনের অধিকার পেয়ে যাবে৷ এমনকি সেসব তথ্য ব্যবহার করে নতুন অ্যাকাউন্টও ও ওয়েব ডিজাইন করতে পারবে তারা৷ সাইবার নিরাপত্তা ফার্ম ‘ফায়ার আই' এই ত্রুটি প্রথম খুঁজে পেয়েছে৷ তারা বলছে, ‘অপারেশন ক্ল্যানডেস্টাইন ফক্স' নামে হ্যাকাররা ইন্টারনেট এক্সপ্লোরারে প্রচারণা চালাচ্ছে৷

ব্যবহারকারীদের মধ্যে অবশ্য অন্য একটা আতঙ্কও দেখা দিয়েছে৷ আর সেটা হলো, এ মাসের প্রথম দিকে উইন্ডোজ এক্সপি তাদের পুরোনো ভার্সন বন্ধ করে দিয়েছে৷ ইতিমধ্যে বেশ কিছু সফটওয়ার আপডেট করেছে তারা৷ এর মধ্য দিয়েও হ্যাকাররা সুবিধা নিচ্ছে বলে আশঙ্কা করছেন তারা৷

এছাড়া এ মাসের প্রথম দিকে ইন্টারনেটে তথ্য নিরাপত্তা নিয়ে হৈ চৈ পড়ে যায়, সেই সমস্যার নাম দেয়া হয় ‘হার্টব্লিড'৷ ইন্টারনেটে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কাজে ব্যবহৃত ‘এনক্রিপশন' পদ্ধতিতে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে৷ এই ত্রুটির ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বরসহ স্পর্শকাতর সব তথ্য পড়ে যায় ঝুঁকির মুখে৷ বিশেষজ্ঞরা জানান, ‘ডেটা স্ক্র্যাম্বলিং'-এ ব্যবহৃত ওপেনএসএসএল এনক্রিপশনে প্রায় দু'বছর ধরে এই ত্রুটি রয়েছে৷ এর সুযোগ নিয়ে ওপেন এসএসএল-এর সহায়তায় চলে এমন ওয়েব সার্ভারগুলো থেকে হ্যাকাররা তথ্য চুরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা৷

এপিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য