উগ্র ডানপন্থি ছেলেকে নিচ্ছে না জার্মান স্কুল
১৮ ডিসেম্বর ২০১৮বার্লিনের একটি স্কুল এক শিক্ষার্থীর ভর্তির আবেদন অগ্রাহ্য করেছে, কারণ সে জার্মানির উগ্র ডানপন্থি রাজনৈতিক দল এএফডি'র এক সদস্যের সন্তান৷ রবিবার এই সিদ্ধান্তের কথা জানায় স্কুল কর্তৃপক্ষ৷ তবে সিদ্ধান্ত গ্রহণের আগে সেই শিক্ষার্থীর বাবা-মা এবং স্কুলের বিশ জনের মতো শিক্ষকের সঙ্গে লম্বা সময় বৈঠক করে স্কুল কর্তৃপক্ষ৷ বৈঠকে শিক্ষার্থীর বাবা-মাকে তাঁদের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে নানা প্রশ্ন করা হয়৷
ভালডর্ফ স্কুল কর্তৃপক্ষ, যেটি স্টাইনার স্কুল হিসেবেও পরিচিত, মনে করছে এই শিক্ষার্থীকে ভর্তি করা হলে এই বিষয়ে চলমান বিশৃঙ্খলা ভবিষ্যতেও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে৷ স্কুলটি সাধারণত শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে অভিভাবকদের ভালোভাবে সম্পৃক্ত রাখতে চায়৷
ভালডর্ফ স্কুল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক এই বিষয়ে বলেন, ‘‘আমরা সব পক্ষের সম্মতির ভিত্তিতে বিষয়টির সমাধান করতে চয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি৷''
এদিকে, এই বিষয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে বার্লিন রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়৷ ইতোমধ্যে স্কুল কর্তৃপক্ষকে ডেকে পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী সান্ড্রা সিরের্স৷ স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই তথ্য৷
প্রসঙ্গত, জার্মানিতে বেসরকারিস্কুলগুলোও সরকারি স্কুলের নীতিমালা অনুযায়ীপরিচালিত হয়৷ তবে বৈষম্যমূলক কোনো কারণ ছাড়া যে-কোন শিক্ষার্থীকে ভর্তি না করানোর অধিকার রয়েছে স্কুলগুলোর৷
ভালডর্ফ স্কুলগুলোর শিক্ষানীতি বিষয়ক মুখপাত্র ডেল্টেফ হারডর্প অবশ্য আলোচিত শিক্ষার্থীকে স্কুলে ভর্তি না নেয়ার সমালোচনা করেছেন৷ ‘বার্লিনাল সাইটুং' পত্রিকাকে তিনি বলেছেন, ‘‘সকল রাজনৈতিক মতাদর্শের মানুষদেরই সন্তানদের ভালডর্ফ স্কুলগুলোতে পাঠানোর সুযোগ থাকা উচিত৷''
তবে তিনি এটাও স্বীকার করেছেন যে, স্কুলটিতে ৩০টি আসনের বিপরীতে ১৪০টি আবেদন জমা পড়েছে৷ ফলে অধিকাংশ শিক্ষার্থী এমনিতেই সেখানে ভর্তির সুযোগ পাবে না৷
অ্যালেস্টার ওয়েলস / এআই