ইরানের সঙ্গে আলোচনা
১৯ নভেম্বর ২০১৩তেহরানে ক্ষমতাকেন্দ্রে পালাবদলের পর জেনেভায় ইরানের সঙ্গে প্রথম দুই দফার আলোচনায় তেমন কোনো ফল পাওয়া না গেলেও সবার নজর চলতি সপ্তাহে তৃতীয় দফার আলোচনার দিকে৷ প্রবল রাজনৈতিক চাপের মুখে আলোচনা প্রক্রিয়ার উপর চাপ বাড়ছে৷ বিশেষ করে ইসরায়েল ইরানের সঙ্গে আপোশের তীব্র বিরোধিতা করছে৷ সৌদি আরবও ইরানের অভিসন্ধি সম্পর্কে সন্দিহান৷ পশ্চিমা বিশ্বের এই দুই ঘনিষ্ঠ সহযোগীকে না চটিয়েই ‘পি-ফাইভ প্লাস ওয়ান', অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও জার্মানিকে আলোচনা চালাতে হচ্ছে৷
ইরান তার বিতর্কিত পরমাণু কর্মসূচি রাতারাতি বন্ধ করে দেবে, এমন অবাস্তব প্রত্যাশা কেউ করছে না৷ তাই প্রাথমিক চুক্তির আওতায় পরমাণু কর্মসূচির কিছু অংশ বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে৷ ইরান এমন সদিচ্ছা দেখালে সে দেশের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে৷ পারস্পরিক আস্থা তৈরি হলে তারপর পরবর্তী পর্যায়ে আরও এক ধাপ এগোনো যেতে পারে৷
যে সব বিষয় নিয়ে ইরানের সঙ্গে মতবিরোধ এখনো কাটছে না, তার মধ্যে রয়েছে আরাক পরমাণু কেন্দ্র নির্মাণ বন্ধ করার প্রস্তাব৷ সেখানে যে প্লুটোনিয়াম উৎপাদন করার পরিকল্পনা রয়েছে, তা পরমাণু অস্ত্র তৈরির কাজে লাগানো সম্ভব৷ তাছাড়া ইরান এতকাল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে যে ভাণ্ডার তৈরি করেছে, তা দিয়েও পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব৷ সেই ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো অথবা চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহার করার মতো প্রস্তাব নিয়ে আলোচনা চলছে৷ এই সব প্রশ্নে অগ্রসর হওয়ার পূর্বশর্ত হিসেবে ইরান আরও নিষেধাজ্ঞা তুলে নেবার দাবি করছে৷
ইরান সত্যি ইতিবাচক পদক্ষেপ নিলে পশ্চিমা বিশ্বকেও সেই অনুযায়ী সহায়ক পদক্ষেপ নিতে হবে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেনেট-এর নেতাদের সঙ্গে আলোচনা করে ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা না চাপানোর চেষ্টা করছেন৷ গত সপ্তাহে কংগ্রেসের উদ্দেশ্যেও একই আহ্বান জানিয়েছিলেন তিনি৷ পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রত্যাশার মাত্রা কম রেখেও সাফল্যের চেষ্টা চালিয়ে যেতে চান৷ ইসরায়েলের আপত্তির কারণগুলি মনে রেখেই ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি৷
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই-র সঙ্গে টেলিফোনে পরমাণু আলোচনার বিষয়ে আলোচনা করেছেন৷ পুটিন বলেন, দীর্ঘদিনের এই সংকট কাটার সম্ভাবনা সত্যি উজ্জ্বল হয়ে উঠেছে৷ উল্লেখ্য, গতবারের আলোচনায় এমন ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছিল, যে একে একে অংশগ্রহণকারী দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীরাও তাতে যোগ দেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেছেন, অগ্রগতি ঘটলে এবারও তাঁরা আলোচনায় যোগ দিতে প্রস্তুত৷
এসবি / জেডএইচ (ডিপিএ, রয়টার্স)