৯০ দশক থেকে বাংলাদেশের আন্দোলনের ছবি
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং এই ব্যবস্থা বাতিলের প্রতিবাদ ছাড়াও বিভিন্ন দাবিতে আন্দোলন করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো৷ সেসব আন্দোলনের কিছু ছবি থাকছে ছবিঘরে৷
১০ ফেব্রুয়ারি, ১৯৯৩
ঢাকার মিরপুরে উপ-নির্বাচনের ফলের বিরুদ্ধে আওয়ামী লীগের ডাকা হরতালের সময় গুলিস্তানে এক পথশিশুকে পুলিশের কাছে কৃপা চাইতে দেখা যাচ্ছে৷
২ সেপ্টেম্বর, ১৯৯৫
খালেদা জিয়ার সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ডাকা ৩২ ঘণ্টার হরতাল পালন চলাকালে ঢাকার একদল পথশিশুকে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে৷
৩ সেপ্টেম্বর, ১৯৯৫
খালেদা জিয়ার সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ডাকা হরতাল শেষে আয়োজিত বিক্ষোভে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন শেখ হাসিনা৷ সেখান থেকে তিনি নতুন বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন৷
১১ নভেম্বর, ১৯৯৫
খালেদা জিয়ার সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ডাকা ছয় দিনের হরতালের প্রথম দিনের ছবিতে আওয়ামী লীগের এক কর্মীকে দেখা যাচ্ছে৷
১৮ জানুয়ারি, ১৯৯৬
নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যাত্রা শুরুর আগে বক্তব্য রাখছেন শেখ হাসিনা৷
১১ মে, ১৯৯৯
সরকারবিরোধী কর্মসূচি পালনের পুরানা পল্টন এলাকায় বিএনপি নেতাদের মারতে উদ্যোত এক পুলিশ সদস্য৷
২৫ জুলাই, ১৯৯৯
শেখ হাসিনা সরকারের ‘দুঃশাসন, দুর্নীতি এবং পরাধীন পররাষ্ট্রনীতির’ বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ১৯৯৯ সালে ‘রোড মার্চ’ করেছিল বিএনপি৷ তার আগে ২৫ জুলাই ঢাকার আজমপুরে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন খালেদা জিয়া৷
২২ সেপ্টেম্বর, ১৯৯৯
শেখ হাসিনা সরকারের পদত্যাগে দাবিতে ঢাকার এক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করছেন খালেদা জিয়া৷
১২ এপ্রিল, ২০০০
আগাম নির্বাচনের দাবিতে ২০০০ সালের ১৩ এপ্রিল সারা দেশে ১২ ঘণ্টার অবরোধ ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট৷ তার সমর্থনে ১২ এপ্রিল সন্ধ্যায় মশাল মিছিল করেন বিএনপি নেতারা৷
২ এপ্রিল, ২০০১
শেখ হাসিনা সরকারের পদত্য়াগ ও আগাম নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা তিনব্যাপী হরতালের দ্বিতীয় দিনের দৃশ্য৷
৯ জানুয়ারি, ২০০২
বিভিন্ন সেবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ কর্মসূচির সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছিল৷ ছবিতে পুলিশকে আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী ও মোহাম্মদ নাসিমকে মারতে দেখা যাচ্ছে৷
২৪ মার্চ, ২০০২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শন সংক্রান্ত আইন বাতিলের প্রতিবাদে ডাকা অনশন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শেখ হাসিনা৷ ছবিতে তাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে৷
২৮ ফেব্রুয়ারি, ২০০৪
তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচন আয়োজনের দাবি না মানায় আওয়ামী লীগের ডাকা হরতালের সময় রাস্তায় পড়ে যান সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী৷
৭ এপ্রিল, ২০০৪
এপ্রিলের মধ্যে জোট সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সাংসদরা ব্যানার নিয়ে সংসদের সামনে বসানো ব্যারিকেড পেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন৷ দুইদিনব্যাপী হরতালের প্রথম দিনের চিত্র ছিল এটি৷
২৬ এপ্রিল, ২০০৪
৩০ এপ্রিলের মধ্যে খালেদা জিয়া সরকারের পদত্যাগের দাবিতে ডাকা তিনদিনের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাদের দেখা যাচ্ছে৷
২৪ আগস্ট, ২০০৪
২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের সময় তোলা এই ছবিতে আওয়ামী লিগের নারী কর্মীদের দেখা যাচ্ছে৷
২৯ অক্টোবর, ২০০৬
সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যেন তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন ২০০৬ সালের অক্টোবরে আন্দোলন করছিল আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট৷ ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়৷ ঐদিন ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন৷ পরের দিনের পত্রিকায় সেই সংঘর্ষের ছবি ছাপা হয়৷
৬ জুলাই, ২০১১
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের সময় সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক৷
৭ ডিসেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা সমাবেশের আগে দলীয় কার্যালয়ে সমবেত হওয়া কর্মীদের উপর পুুলিশের হামলা৷ সেদিন পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে৷ এতে একজন নিহত ও অনেকে আহত হন৷
২৮ জুলাই, ২০২৩
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি৷
২৯ জুলাই, ২০২৩
বিএনপির অবস্থান ধর্মঘট কর্মসূচি চলার সময় ঢাকার ছবি৷