৮০০ চামড়া মাটির নীচে!
১৩ আগস্ট ২০১৯‘এক নজরে সৈয়দপুর' নামে একটি ফেসবুক পেজে চামড়া মাটিতে পুঁতে ফেলার ভিডিওটি শেয়ার করা হয়৷
সেখানে বলা হয়েছে, ‘‘রিজিকের মালিক আল্লাহ৷ যারা চামড়া সিন্ডিকেট করে, তাদের কাছে মাথানত না করে সব চামড়া মাটিতে পুতে ফেলুন৷ আজ ৫০/৬০ টাকা দরে চামড়া বিক্রি করলে তা একটা প্রথা হয়ে দাঁড়াবে, তখন প্রতি বছরই এত কম দামে চামড়া বিক্রি করতে হবে৷ দু-তিন বছর ওদের কাছে চামড়া বিক্রি না করলে ওরা চামড়া সংকটে পড়বে, তখন এমনিতেই চামড়ার দাম বাড়বে৷ জামেয়া সৈয়দপুরের কুরবানির প্রায় ৮০০ চামড়া মাটিতে দাফন করার কাজ চলছে৷''
বাংলাদেশে সারা বছর যে সংখ্যক পশু জবাই হয়, তার অর্ধেক হয় কোরবানির মৌসুমে৷ যারা কোরবানি দেন, তাদের কাছ থেকে কাঁচা চামড়া কিনে মৌসুমী ব্যবসায়ীরা বিক্রি করেন ট্যানারিতে৷ এ সময়ই সবচেয়ে বেশি চামড়া সংগ্রহ করেন ট্যানারি মালিকরা৷
এবার চামড়ার দাম পড়ে যাওয়ার জন্য ‘সিন্ডিকেটের কারসাজির' অভিযোগ করেছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা৷
উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুরের রামনগরে ক্রেতা মিলছে না৷ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মৌসুমী ব্যবসায়ীরা চামড়া বাজারে ফেলেই চলে যাচ্ছেন৷
মঙ্গলবার ওই বাজারে গিয়ে দেখা গেছে, মৌসুমী ব্যবসায়ীরা ঈদের দিন কেনা চামড়া নিয়ে বসে আছেন৷ কিন্তু কোনো ক্রেতা নেই৷
দিনাজপুর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, ‘‘ঢাকার ট্যানারিতে প্রচুর চামড়া অবিক্রিত আছে৷ তাই এখন আর চামড়া কিনে বিক্রির নিশ্চয়তা নেই৷''
আর সমিতির সাবেক সভাপতি আকতার আজিজ বলেন, ‘‘ছাগলের চামড়া কেউ কিনছে না৷ কারণ, লবণজাত করতে যে খরচ, বিক্রি করে তা-ও উঠবে না৷''
এসআই/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)