৬০ শরণার্থীর দায়িত্ব নেবে জার্মানি
১০ জানুয়ারি ২০১৯শরণার্থী গ্রহণ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর চলমান দ্বন্দ্বের মধ্যেই জার্মানি তাদের দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে৷ কমপক্ষে ৬০ জন শরণার্থীকে নিতে রাজি জার্মানি৷
মাল্টা প্রশাসন এক টুইটার বার্তায় জানিয়েছে, জার্মান এনজিও সি ওয়াচ-৩ এবং অধ্যাপক আলব্রেখট পেনক এই কাজে নিয়োজিত ছিলেন৷ সেই বার্তায় সবার সহযোগিতার জন্য ধন্যবাদও জানায় প্রশাসন৷
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর মাল্টার জলসীমায় যথাক্রমে ৩২ জন ও ১৭জন শরণার্থীকে উদ্ধার করা হয়৷ তাঁদের নৌকাতেই ভাসমান জীবন কাটাতে হচ্ছে৷ কারণ, ইউরোপীয় দেশগুলো শরণার্থীদের প্রবেশ বন্ধ রেখেছে৷ গত ২ সপ্তাহ ধরে সমুদ্রেই ছিল অসহায় শরণার্থী পরিবারগুলো৷
মাল্টার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই ৪৯ জনের আগেও ২৪৯ জন ভাসমান শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে৷ এখন পর্যন্ত এদের মধ্য থেকে ৬০ জনের দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে জার্মানি৷ ইউরোপের অন্য কোনো দেশ এখনো আগ্রহ প্রকাশ করেনি৷
এর আগে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার সাংবাদিকদের বলেন, জার্মান এনজিও এই মুহূর্তে যে শরণার্থীদের উদ্ধার করেছে, সেই ৫০ জনকে আমরা এখনি নিতে প্রস্তুত৷ তবে আমাদের প্রত্যাশা ও দাবি থাকবে, আমাদের সঙ্গে ইউরোপীয় অন্যান্য দেশও সংহতি জানাবে৷
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মাল্টার প্রেসিডেন্ট জোশেফ মাস্কাট এক বিবৃতিতে বলেন, ২৪৯ শরণার্থীকে ৮ ইউরোপীয় দেশে ভাগ করে দেওয়ার সিদ্ধান্তেই তাঁর দেশে আশ্রয় দেওয়া হয়েছিল৷ দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, আয়ারল্যান্ড, রোমানিয়া, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস ও ইটালি৷ তিনি আশা প্রকাশ করেন, জার্মানির মতো ইউরোপের অন্য দেশগুলোও এখন এগিয়ে আসবে৷
জেফারসন চেজ/এফএ