৫০তম বিজয় দিবস: করোনা উপেক্ষা করে স্মৃতিসৌধে সবাই
করোনা ভাইরাসের আতঙ্ককে দূরে রেখে সমাজের সব স্তরের মানুষ আজ ভিড় করেছিলেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে৷ ৫০ তম বিজয় দিবস উদযাপনের সুযোগ ছাড়তে চাননি কেউ৷ দেখুন ছবিঘরে...
প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি যাননি
তবে বিজয় দিবসের সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাননি৷ রাষ্ট্রপতির পক্ষে ফুল দিয়ে একাত্তরের শহিদদের শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান৷ প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
চিরচেনা দৃশ্য
প্রতি বছর বিজয়ের এই দিনে মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে৷ ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল৷ ৫০তম বিজয় দিবস উদযাপনে তাই এবার করোনা উপেক্ষা করেই সাভারের স্মৃতিসৌধে গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান সবাই৷
আওয়ামী লীগ
বুধবার সকালে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহিদদের শ্রদ্ধা জানান৷
বিএনপি
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরাও দেশের জন্য প্রাণ দেয়া বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷
এফবিসিসিআই
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এফবিসিসিআই-এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম৷
বিউগলের সুর
প্রতিবারই এই দিনে জাতীয় স্মৃতিসৌধে তিন বাহিনীর একটি দল সামরিক কায়দায় সালাম জানান৷ শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিউগলে করুণ সুর বাজানো হয় তখন৷ এবারও তার ব্যাতিক্রম হয়নি৷
ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকেও স্বাধীনতার জন্য প্রাণ দেয়া শহিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়৷
ফুলে ভরা স্মৃতিসৌধ
শহিদদের শ্রদ্ধা জানাতে কত মানুষের ভীড় জমেছিল তা ফুলের এই সমাহার দেখেও বোঝা যায়৷ জাতীয় স্মৃতিসৌধে এটিও অবশ্য চিরচেনা দৃশ্য৷