1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬৮ ভাগ মানুষ থাকবে শহরে?

২০ মে ২০১৮

২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে শহরের জনসংখ্যা বাড়বে ২৫০ কোটি৷ এর এক তৃতীয়াংশই ভারত, চীন এবং নাইজেরিয়ায়৷ শহরের জনসংখ্যার দ্রুত বৃদ্ধি নিরবচ্ছিন্ন উন্নয়নের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে৷

https://p.dw.com/p/2xxXS
ছবি: Getty Images/AFP/Y. Tsuno

ক্রমশ শহরমুখী হচ্ছে মানুষ, বুধবার প্রকাশিত জাতিসংঘের সমীক্ষায় সেই সম্ভাবনার কথা উঠে এসেছে৷ সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ ২০৫০সালের মধ্যে বাস করবে শহরে৷

একুশ শতকের মধ্যভাগে বিশ্বের ৬৮ শতাংশ মানুষের শহরাঞ্চলের বাসিন্দা হয়ে ওঠার কারণ কী? মূলত জনসংখ্যার বৃদ্ধি ও গ্রাম থেকে সাধারণ মানুষের শহরে যাবার প্রবণতাই এর কারণ৷ জাতিসংঘের আর্থিক ও সমাজ বিষয়ক দপ্তর জানিয়েছে, শহরাঞ্চলে এখন বিশ্বের ৫৫ শতাংশ মানুষ বাস করে৷

সমীক্ষা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে আরও ২৫০ কোটি মানুষ শহরে বসবাস শুরু করবে৷ তবে শহরাঞ্চলে জনঘনত্ব বৃদ্ধির এই প্রবণতা দেখা যাবে মূলত এশিয়া ও আফ্রিকায়৷ রিপোর্টে তিনটি দেশের কথা বলা হয়েছে– ভারত, চীন ও নাইজেরিয়া৷ বর্ধিত সংখ্যক শহরবাসীর মধ্যে ৩৫ শতাংশই হবে এই তিন দেশের৷ ভারতে শহরবাসীর সংখ্যা বাড়বে ৪১ কোটি ৬০ লক্ষ৷ চীনে ২৫ কোটি ৫০ লক্ষ ও নাইজেরিয়ায় ১৮ কোটি ৯০ লক্ষ৷

জাতিসংঘ বলছে, এই বাড়তি জনসংখ্যা নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক উন্নয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে এসেছে৷ রিপোর্টে বলা হয়েছে, পৃথিবীতে যখন নগরায়নের প্রবণতা বাড়ছে, তখন উন্নয়নের সাফল্য নির্ভর করছে বর্ধিত জনসংখ্যার সদর্থক ব্যবহারের উপর, বিশেষত কম আয়ের ও মাঝারি নিম্ন আয়ের দেশগুলিতে৷

তবে জনসংখ্যা বৃদ্ধির সবটাই সমস্যার, এমনটা বলছে না জাতিসংঘ৷ তাদের বক্তব্য, সুষ্ঠুভাবে নগরোন্নয়ন করতে হবে, যাতে পরিবেশের ক্ষতিসহ অন্যান্য নেতিবাচক প্রভাব না পড়ে৷

মেগাসিটি

এখনকার হিসেব অনুযায়ী, এশিয়ার মোট জনসমষ্টির ৫০ শতাংশ ও আফ্রিকার ৪৩ শতাংশ শহরে বাস করে৷ এই দুই মহাদেশে বিশ্বের গ্রামীণ জনতার ৯০ শতাংশের বাস৷

নগরায়ন সবচেয়ে বেশি হয়েছে উত্তর অ্যামেরিকায়৷ ৮২ শতাংশ মানুষ সেখানে শহরে বাস করে৷ ল্যাটিন অ্যামেরিকা এবং ক্যারিবিয়ানে এই হারে ৮১ শতাংশ, ইউরোপে শহরবাসী ৭৪ শতাংশ ও ওশিয়ানিয়ায় ৬৮ শতাংশ৷

২০১৮ সালে প্রতি আট জন মানুষের মধ্যে একজন বাস করে ৩৩ টি মেগাসিটিতে৷ প্রতিটি মেগাসিটিতে জনসংখ্যা ১ কোটি করে৷ ২০৩০ সালের মধ্যে মেগাসিটির সংখ্যা  বেড়ে হবে ৪৩৷ এর অধিকাংশই উন্নয়নশীল দেশে৷