‘২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বাংলাদেশ’
১৩ সেপ্টেম্বর ২০২৩বুধবার (১৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুইদিনব্যাপী ‘কমনয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩'এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
শেখ হাসিনা বলেন ‘‘ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রায় ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থল৷''
বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে তিনি জনসম্পদ হিসেবে উল্লেখ করে বলেন ‘‘আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের স্বচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে তিন কোটি৷''
বিনিয়োগকারীদের উৎসাহিত করতে বিভিন্ন দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করে বর্তমান সরকার দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা৷
বিনিয়োগের পরিবেশ তৈরিতে দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ১০৯টি হাইটেক ও সফটওয়্যার পার্ক স্থাপন করা হয়েছে৷ বাংলাদেশে ‘সরাসরি বিদেশি বিনিয়োগ' এর প্রায় ৭০% এসে থাকে পুনঃবিনিয়োগ থেকে৷
কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেডআই ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে৷
এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার)