২০২৩ সাল যেসব কারণে আলাদা
এমন অনেকে ঘটনা ঘটেছে যেসবের কারণে ২০২৩ সালকে আলাদা করে মনে রাখবেন বাংলাদেশসহ অনান্য দেশের মানুষ৷ তেমনই কিছু উল্লেখযোগ্য ঘটনা জানুন ছবিঘরটি থেকে...
টালমাটাল অর্থনীতি
বাংলাদেশে ২০২২ সাল থেকেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে শুরু করে৷ জানুয়ারিতে ৩৩ বিলিয়ন ডলারে শুরু করে বছর শেষে যা ২১ বিলিয়ন ডলারে ঠেকে৷ পতন ঠেকাতে সরকার আমদানি ও ডলারের লাগাম টানে৷ বৈদিশিক মুদ্রার বাজার অস্থির হয়ে ওঠে৷ সেই সঙ্গে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানুষকে নাকাল করে৷ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো ইউক্রেন যুদ্ধ পরবর্তী মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে পারলেও বাংলাদেশে তা ১০ ভাগের কাছাকাছি থেকে যায়৷
ডেঙ্গুর মরণকামড়
কোভিড পেরিয়ে বাংলাদেশের শহুরে মানুষের কাছে আতঙ্কের নাম হয়ে ওঠে ডেঙ্গু৷ শুধু বর্ষা মৌসুম নয়, গোটা বছরজুড়ে এডিস মশার কামড়ে প্রাণ ঝরেছে৷ অতীতের সব রেকর্ড ভেঙে ২৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা ছিল এক হাজার ৭০১ জন৷ অথ্চ আগের ২৩ বছরে ডেঙ্গুতে মারা যান ৮৬৮ জন৷ ঢাকা, চট্টগ্রাম ছাড়িয়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচেও৷
রাজনৈতিক অনিশ্চয়তা
নির্বাচনের আগের বছর মানেই রাজনৈতিক অনিশ্চয়তা মেঘ ঘিরে ধরা৷ বিএনপির আন্দোলন, আওয়ামী লীগের অনড় অবস্থান, সহিংসতা, মৃত্যু, বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার এমন সংবাদ বছর জুড়ে শিরোনামে ছিল৷ সরকারের পতন আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলনে নামে বিএনপি৷ অক্টোবরে দলটির সমাবেশের পরের ঘটনাপ্রবাহে রাজনৈতিক অস্থিরতা চূড়ান্তে পৌঁছে৷ বিএনপিকে ছাড়াই নির্বাচনের পথে হাঁটে সরকার ও ইসি৷
ভূরাজনীতি
নির্বাচন ও বাংলাদেশের রাজনীতি নিয়ে পরাশক্তিদের টানাপোড়েন ছিল অভূতপূর্ব৷ ‘সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্তের জন্য’ বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষের উপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র৷ দেশটির কূটনীতিকরা সরকারের উপর চাপ অব্যাহত রাখে৷ বিপরীত অবস্থান নিয়ে একাধিকবার বিবৃতি দেয় রাশিয়া ও চীন৷ যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাচ্ছে ও সরকার পতনের ষড়যন্ত্র করছে বলে সরাসরি অভিযোগ তোলে তারা৷
চাঁদের লড়াই
চলতি বছর চাঁদে যাওয়ার প্রতিযোগিতায় নামে বিভিন্ন দেশ৷ চীন রকেট পাঠিয়ে পৌঁছাতে ব্যর্থ হয়৷ তবে ইতিহাস গড়ে ভারত৷ সবার আগে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায় তারা৷ ২৩ আগস্ট দেশটির মহাকাশযান চন্দ্রযান-৩ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে৷ গোটা ভারত উল্লাসে মেতে ওঠে৷ অভিনন্দন জানায় অন্যান্য দেশও৷
বিশ্বকাপের লড়াই
ক্রিকেটপ্রেমীদের জন্য বছরটা আমোদের ছিল৷ ওয়ানডে বিশ্বকাপের জমজমাট আসর যদিও হতাশ করেছে বাংলাদেশের দর্শকদের৷ আসরের আগের নানা ঘটনা আর বিশ্বকাপের অন্যতম বাজে পারফরম্যান্সে দেশের ক্রিকেটপ্রেমীদের সমালোচনায় বিদ্ধ হন খেলোয়াড়েরা আর বিসিবি৷ অন্যদিকে অপ্রতিরোধ্য থাকার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে হতাশায় পোড়ে ভারতীয়রা৷
ভূমিকম্পের বছর
প্রাকৃতিক দুর্যোগের বছর ছিল এটি৷ এর মধ্যে সবচেয়ে ভয়াবহ চিত্র দেখেছে তুরস্ক ও সিরিয়া৷ দুই দফা ভূমিকম্পে তুরস্কে প্রায় ৫১ হাজার আর সিরিয়ায় প্রায় সাড়ে আট হাজার মানুষের মৃত্যু হয়৷ ৮ সেপ্টেম্বর মরক্কোয় ভূমিকম্প অন্তত ২৯০০ মানুষের প্রাণ কেড়ে নেয়৷ তার এক মাস পর আফগানিস্তানে তিন দফার কম্পনে প্রাণ হারান প্রায় তিন হাজার৷ এছাড়াও বন্যা, খরা, জলোচ্ছাস বিভিন্ন প্রান্তের মানুষকে ভুগিয়েছে বছরজুড়ে৷
উষ্ণতম বছরে ঐতিহাসিক সমঝোতা
চলতি বছরটি বিশ্বের ইতিহাসের উষ্ণতম বছর ছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির পেছনে জীবাষ্ম জ্বালানিকে সবচেয়ে বড় কারণ বলে মনে করা হয়৷ দুবাইয়ের জলবায়ু সম্মেলনে এই বিষয়ে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন বিশ্ব নেতারা৷ কপ-এর ২৮তম আসরে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ঘোষণা দেয়া হয়৷ প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা এই চুক্তির ব্যাপারে সম্মত হন৷
সংঘাতের বছর
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন করে অস্থির হয় মধ্যপ্রাচ্য৷ সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২০০ জনকে অপহরণ করে হামাস৷ এরপর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে সেখানে বছরের শেষ নাগাদ মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে৷ গাজার পরিস্থিতি নিয়ে উদ্ধেগ প্রকাশ করে জাতিসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এলেও এখনো অনড় ইসরায়েল৷
এআই-এর বাড়বাড়ন্ত
গত বছরের শেষ দিকে চালু হওয়া চ্যাট জিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা আলোড়ন তোলে বিশ্বে৷ এআই-এর নতুন নতুন উদ্ভাবনের পাশাপাশি এর নেতিবাচক ব্যবহার উদ্বেগ বাড়ায়৷ ভুয়া তথ্য ছড়ানোর নতুন ও শক্তিশালী টুল হিসেবে ব্যবহৃত হয় এটি৷ ইইউ দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা আইন তৈরিতে প্রাথমিকভাবে সম্মত হয়৷ যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেনসহ মোট ১৮টি দেশ আরেকটি আন্তর্জাতিক সমঝোতায় পৌঁছায়৷