২০২৩ : খেলাধুলায় তিন বিশ্বকাপ ও চার বিশ্বচ্যাম্পিয়নশিপের বছর
নতুন বছরে খেলাধুলার অঙ্গনে প্রায় প্রতি মাসেই বড় কোনো-না-কোনো আয়োজন থাকবে৷ বিশ্বকাপ থাকবে তিনটি, পাশাপাশি থাকবে চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন৷ দেখুন ছবিঘরে...
পুরুষদের হ্যান্ডবল বিশ্বচ্যাম্পিয়নশিপ
ক্রীড়াঙ্গনের ২০২৩ সাল শুরু হচ্ছে পুরুষ্দের হ্যান্ডবল বিশ্বচ্যাম্পিয়নশিপ দিয়ে৷ পোল্যান্ড এবং সুইডেনের যৌথ এ আয়োজন শুরু হবে ১১ জানুয়ারি৷ ৩২টি দেশের এ শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে ২৯ জানুয়ারি৷
স্কি বিশ্বচ্যাম্পিয়নশিপ
ফেব্রুয়ারি মাসেও থাকছে খেলাধুলার বিশ্ব আসর৷ ৬ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রেঞ্চ আল্পসে অনুষ্ঠিত হবে এফআইএস আল্পাইন ওয়ার্ল্ড স্কি চ্যাম্পিয়নশিপ৷
৫৭তম সুপার বোল
সারা বিশ্বের কোটি কোটি মানুষ ১২ ফেব্রুয়ারি চোখ রাখবেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অনুষ্ঠেয় ৫৭তম সুপারবোল আসরের দিকে৷ এমনকি যারা রাগবির নিয়ম ভালোভাবে জানেন না তাদের অনেকেরও মনযোগ কাড়বে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতা৷
আইস হকি বিশ্বচ্যাম্পিয়নশিপ
পুরুষদের আইআইএইচএফ আইস হকি বিশ্বচ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক ফিনল্যান্ড এবং লাটভিয়া৷ আসরটি ১২ মে শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত৷
জার্মানিতে স্পেশাল অলিম্পিকস সামার গেমস
ফিনল্যান্ড ও লাটাভিয়ার বরফে হকির প্রতিযোগিতা শেষ হওয়ার সপ্তাহ দুয়েক পরই বার্লিনে শুরু হবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সবচেয়ে বড় গ্রীষ্মকালীন প্রতিযোগিতা স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস৷ এই প্রথম জার্মানিতে বসছে এ আসর৷ রাজধানী বার্লিনের ১৫টি ভেন্যুতে ১৭ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে এ আসর৷
ট্যুর ডি ফ্রান্স
সাইক্লিংয়ের সবচেয়ে ঐতিহ্যবাহী, সবচেয়ে বড় এ আয়োজনের ‘চাকা’ ঘুরতে শুরু করবে আগামী ১ জুলাই৷ ট্যুর ডি ফ্রান্সের ১১০তম এ আসর শুরু হবে স্পেনের বিলবাও শহরে, শেষ হবে ২৩ জুলাই, প্যারিসে৷
মেয়েদের ফুটবল বিশ্বকাপ
এই প্রথম মোট ৩২টি দেশ অংশ নেবে মেয়েদের ফুটবল বিশ্বকাপে৷ ২০ জুলাই থেকে ২০ আগস্ট – এই এক মাসের এ আয়োজনের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড৷
অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ
অ্যাথলেটদের শ্রেষ্ঠত্বের এ লড়াইও হবে আগস্টে৷ ১৯ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২৭ আগস্ট৷ এবারের আয়োজক হাঙ্গেরি৷ সুতরাং আশা করা যায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে বড় এ আসরকে ঘিরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তখন পর্যটকদের ভিড় বাড়বে৷
বাস্কেটবল বিশ্বচ্যাম্পিয়নশিপ
বাস্কেটবল বিশ্বচ্যাম্পিয়নশিপের ২০২৩-এর আসরটি হবে তিন দেশে৷ ফিলিপাইন্স, জাপান এবং ইন্দোনেশিয়া- অর্থাৎ এশিয়ার তিন দেশে আসর ২৫ আগস্ট শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত৷
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ
অক্টোবর থেকে ক্রিকেটামোদীদের ওয়ানডে বিশ্বকাপে ডুবে থাকার পালা৷ নভেম্বরে শেষ হবে এ আয়োজন৷ ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের আয়োজক ভারত৷
এশিয়া কাপ ফুটবল
করোনার কারণে চীন অপারগতা প্রকাশ করায় জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ বিশ্বকাপের মতোই শীতে আয়োজনের কথা বিবেচনায় নেয় এএফসি৷ সব ঠিক থাকলে বিশ্বকাপের আয়োজক কাতার এ আসরটিও আয়োজন করবে৷ ডিসেম্বরে সম্ভব না হলে ২০২৪-এর জানুয়ারিতেও শুরু হতে পারে এ আয়োজন৷