২০২০ সালে যাদের দিকে নজর রাখবেন
রাজনীতির ময়দানে, চলচ্চিত্রে, খেলাধুলায় বা সংগীতে বছর জুড়ে আলাচনায় ছিলেন তারা৷ ২০২০ সালেও তারা আলোচনায় থাকবেন, নজর কাড়বেন৷ ছবিঘরে এমন আটজনের কথা...
মিস্টার ব্রেক্সিট
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য নতুন বছরটা এসেছে বড় এক চ্যালেঞ্জ নিয়ে৷ পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ব্রিটেনকে ইইউ থেকে বেরিয়ে যেতে হবে৷বছর বাকি সময়টায় চলবে দুই পক্ষের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কটা কেমন হবে সে বিষয়ে আলোচনা৷ এ বছর নিজের দেশের জন্য ভালো কিছু করে দেখাতেই হবে বরিস জনসনকে৷
ক্যারি ল্যাম টিকতে পারবেন?
কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে হংকংয়ে৷ বিক্ষোভে এক পর্যায়ে দেশের নেতা ক্যারি ল্যামের পদত্যাগের দাবিও উঠেছে৷বিক্ষোভ চলার সময় স্থানীয় সরকার নির্বাচন হয়েছে৷ সেখানে বিরোধীরাই জিতেছে৷ তারপরও চীনের সরকারের সমর্থন নিয়ে টিকে আছেন ল্যাম৷নতুন বছরে বিক্ষোভ থামবে তো? ক্ষমতায় থাকতে পারবেন তো ক্যারি ল্যাম?
আবার ট্রাম্প?
২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্ট নির্বাচন৷ এবার কী হবে? ২০১৬ সালের মতো আবার সবাইকে অবাক করে ট্রাম্প জিতে যাবেন, নাকি শেষ হবে ট্রাম্প-অধ্যায়?
বিদায় বন্ড
এ পর্যন্ত চারবার জেমস বন্ড হয়েছেন ড্যানিয়েল ক্রেগ৷ যারা ভেবেছিলেন সেখানেই শেষ, তাদের ভুল প্রমাণ করে এ বছর পঞ্চম এবং শেষবারের মতো একই ভূমিকায় অভিনয় করছেন তিনি৷‘নো টাইম টু ডাই’ নামের এই সিকুয়েলের প্রিমিয়ার হবে আগামী ২ এপ্রিল৷
‘গরিবের প্রেসিডেন্ট’
ববি ওয়াইন একাধারে সংগীত শিল্পী, অভিনেতা এবং সংসদ সদস্য৷ এ বছর উগান্ডায় আবার প্রেসিডেন্ট নির্বাচন৷ ববি ওয়াইন জানিয়েছেন তিনিও এবার লড়বেন৷ এ ঘোষণার পর থেকে কয়েকবার জেলে যেতে হয়েছে তাকে৷
ভালোবাসায় বিলি আইলিশ
পপ মিউজিকে নতুন উন্মাদনার নাম বিলি আইলিশ৷ ‘হোয়েন উই অল ফল অ্যাস্লিপ. হোয়্যার ডু ইউ গো?’ গানটি ২০১৯ অনেকটা সময় টপচার্টে রেখেছে তাকে৷নতুন বছরে তার সামনে আরো এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে৷
ইউরোপিয়ান কাপ
এতদিন ফুটবলের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হতো যে কোনো একটি দেশে৷ তবে ২০২০ সালে অনুষ্ঠেয় ২৪ জাতির এই প্রতিযোগিতাটি হবে ১২টি দেশে৷
কার্লসেনের চ্যালেঞ্জার কাসপারভ
দাবায় পুরুষদের বিশ্ব চ্যাম্পিয়ন এখন ম্যাগনাস কার্লসেন৷নরওয়ের এই দাবাড়ুকে এবার চ্যালেঞ্জ জানাবেন রাশিয়ার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ৷