১৫০ কোটি ডলারের জরুরি তহবিলের আহ্বান ডাব্লিউএইচও’র
১৬ জানুয়ারি ২০২৪সংকটাপন্ন আট কোটি ৭০ লাখ মানুষের জীবন বাঁচাতে ১৫০ কোটি ডলারের তহবিল চেয়েছে ডাব্লিউএইচও৷ সংস্থাটির মহাপরিচালক টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস যত দ্রুত সম্ভব এই অর্থ জোগানের আহ্বান জানিয়েছেন৷
টেড্রস বলেন, ফিলিস্তিনের ভূখণ্ড, ইউক্রেন, হাইতি ও সুদানসহ বিশ্বের ১৬ কোটি ৬০ লাখ মানুষের জন্য চলতি বছর জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন৷ এর মধ্যে গাজায় সংকট মোকাবিলায় তিন থেকে ছয় মাসের জন্য প্রায় ২২ কোটি ডলার দরকার৷ অন্যদিকে আফগানিস্তানে সুপেয় জল ও স্যানিটেশনের জন্য জরুরি ভিত্তিতে দুই কোটি ৩৭ লাখ ডলার প্রয়োজন৷ বিশ্বে আবারো কলেরা প্রকোপ দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করে তা মোকাবিলায় পাঁচ কোটি ডলার চেয়েছেন ডাব্লিউএইচও মহাপরিচালক৷ যুদ্ধকবলিত ইউক্রেনের মানুষের স্বাস্থ্যসেবায় সাত কোটি ৭০ লাখ ডলার দরকার বলে জানান তিনি৷ ১৫০ কোটি ডলারের তহবিল না পেলে যে সংকট তৈরি হবে তা ‘বিশ্ব বহন করতে সক্ষম হবে না' বলে সতর্ক করেন টেড্রস৷
এদিকে জাতিসংঘ ২০২৪ সালের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য ৪২০ কোটি ডলারের তহবিলের আবেদন জানিয়েছে৷ এই তহবিলের মধ্যে ১১০ কোটি ডলার তারা ব্যয় করতে চায় শরণার্থী সংকট মোকাবিলায়৷ এ বছর ১০টি দেশের মোট ২৩লাখ শরণার্থীর কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ৷ সংস্থাটির মানবিক সংকট বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথ তহবিলের আবেদন জানিয়ে বলেন, এই অর্থ না পেলে যাদের জন্য প্রয়োজন তারা নিঃশেষ হয়ে যাবে৷
এফএস/এসিবি (রয়টার্স, এএফপি)