1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যবিশ্ব

১৫০ কোটি ডলারের জরুরি তহবিলের আহ্বান ডাব্লিউএইচও’র

১৬ জানুয়ারি ২০২৪

বিশ্বজুড়ে মানবিক সংকটে জরুরি স্বাস্থ্যসেবায় সাড়া দিতে ১৫০ কোটি ডলারের তহবিলের আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)৷ ইউক্রেন, আফগানিস্তান ও গাজা পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের কাছে এই আহ্বান জানিয়েছে তারা৷

https://p.dw.com/p/4bJLr
বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো
বিশ্বের সাড়ে ১৬ কোটির বেশি মানুষের জন্য চলতি বছর জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন বলে জানিয়েছে ডাব্লিউএইচওছবি: Maksym Yemelyanov/Zoonar/picture alliance

সংকটাপন্ন আট কোটি ৭০ লাখ মানুষের জীবন বাঁচাতে ১৫০ কোটি ডলারের তহবিল চেয়েছে ডাব্লিউএইচও৷ সংস্থাটির মহাপরিচালক টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস যত দ্রুত সম্ভব এই অর্থ জোগানের আহ্বান জানিয়েছেন৷

টেড্রস বলেন, ফিলিস্তিনের ভূখণ্ড, ইউক্রেন, হাইতি ও সুদানসহ বিশ্বের ১৬ কোটি ৬০ লাখ মানুষের জন্য চলতি বছর জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন৷ এর মধ্যে গাজায় সংকট মোকাবিলায় তিন থেকে ছয় মাসের জন্য প্রায় ২২ কোটি ডলার দরকার৷ অন্যদিকে আফগানিস্তানে সুপেয় জল ও স্যানিটেশনের জন্য জরুরি ভিত্তিতে দুই কোটি ৩৭ লাখ ডলার প্রয়োজন৷ বিশ্বে আবারো কলেরা প্রকোপ দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করে তা মোকাবিলায় পাঁচ কোটি ডলার চেয়েছেন ডাব্লিউএইচও মহাপরিচালক৷ যুদ্ধকবলিত ইউক্রেনের মানুষের স্বাস্থ্যসেবায় সাত কোটি ৭০ লাখ ডলার দরকার বলে জানান তিনি৷  ১৫০ কোটি ডলারের তহবিল না পেলে যে সংকট তৈরি হবে তা ‘বিশ্ব বহন করতে সক্ষম হবে না' বলে সতর্ক করেন টেড্রস৷

এদিকে জাতিসংঘ  ২০২৪ সালের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য ৪২০ কোটি ডলারের তহবিলের আবেদন জানিয়েছে৷ এই তহবিলের মধ্যে ১১০ কোটি ডলার তারা ব্যয় করতে চায় শরণার্থী সংকট মোকাবিলায়৷ এ বছর ১০টি দেশের মোট ২৩লাখ শরণার্থীর কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে  জাতিসংঘ৷ সংস্থাটির মানবিক সংকট বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথ তহবিলের আবেদন জানিয়ে বলেন, এই অর্থ না পেলে যাদের জন্য প্রয়োজন তারা নিঃশেষ হয়ে যাবে৷

এফএস/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান