1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেভিওয়েট বক্সিং

১৯ ফেব্রুয়ারি ২০১২

ভিটালি ক্লিচকো ওরফে ‘ডক্টর আয়রন ফিস্ট’ শনিবার রাতে মিউনিখে ব্রিটেনের ডেরেক চিসোরা’র বিরুদ্ধে জিতলেন৷ ঠিক তার পরেই স্বদেশের বক্সার ডেভিড হেয়ি’এর সঙ্গে লাগল চিসোরা’র মারামারি৷

https://p.dw.com/p/145dY
Ukrainian WBC heavyweight boxing champion Vitali Klitschko (2nd L) reacts upon his victory over British challenger Dereck Chisora (L, back to camera) after their title bout in Munich February 18, 2012. Klitschko won the fight after 12 rounds by a 3-0 judge decision. REUTERS/Kai Pfaffenbach (GERMANY - Tags: SPORT BOXING) // eingestellt von se
Boxweltmeister Vitali Klitschkoছবি: Reuters

এটাকে ঠিক স্পোর্টস বলা চলে কিনা বলা শক্ত৷ জিমবাবওয়ে'তে জন্ম নেওয়া চিসোরা শুক্রবারে ওয়েইং-ইন'এর সময় ভিটালিকে হঠাৎ থাপ্পড় মারেন৷ ইউক্রেইন'এর ডক্টর লৌহমুষ্টি অতিমাত্রায় ভদ্রলোক না হলে ব্যাপারটা কোথায় গড়াত, কে জানে৷ শনিবার রিং'এও ভিটালির ভাই ভ্লাদিমিরের মুখে নিজের মুখ থেকে কুলকুচো করে জল ফেলেন চিসোরা৷

সব সত্ত্বেও মাথা গরম না করে পয়েন্টে জিতেছেন ভিটালি৷ ওদিকে গত জুলাই'তে হামবুর্গে একটি ফাইটে ব্রিটেনের ডেভিড হেয়ি'কে হারিয়েছিলেন ভ্লাদিমির৷ সেই হেয়ি শনিবার মিউনিখে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ হিসেবে৷ ক্লিচকো-চিসোরা ফাইটের পর সাংবাদিক সম্মেলনে বচসা শুরু হয় প্রথমে হেয়ি এবং চিসোরার ম্যানেজার বার্ন্ড বোয়েন্টে'র মধ্যে৷ তারপরে চিসোরা স্বয়ং হাতাহাতি, মারামারিতে যোগ দেন৷ এই সময় হেয়ি'র ম্যানেজার অ্যাডাম বুথ'এর চোখের ওপরে কেটে যায়৷

Ukrainian WBC heavyweight boxing champion Vitali Klitschko (L) and British challenger Dereck Chisora exchange punches in a title bout in Munich February 18, 2012. REUTERS/Michael Dalder (GERMANY - Tags: SPORT BOXING) // eingestellt von se
ম্যাচ চলাকালে চিসোরার অ্যাটাকছবি: Reuters

ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদি এদিক-সেদিক গিয়ে পড়ছে, সাংবাদিকরা পালাচ্ছেন, নিরাপত্তার লোকজন লড়াকুদের বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, শেষমেষ পুলিশ আসছে৷ এটার সঙ্গে স্পোর্টসম্যানশিপের কি সম্পর্কে থাকতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে৷ ভিটালি ক্লিচকো এবার ছিলেন হেয়ি-চিসোরা মারামারির নীরব দর্শক৷ পরে তিনি বিবিসি'কে বলেছেন: ‘‘আমি অত্যন্ত হতাশ হয়েছি৷ বড্ড বাড়াবাড়ি হয়েছে৷ স্পোর্ট হিসেবে বক্সিং'এ ও'রকম হওয়া উচিৎ নয়৷''

অথচ ক্লিচকো-চিসোরা ফাইটটা কিন্তু খুব খারাপ হয়নি৷ দর্শকরা স্বভাবতই ক্লিচকো'কে সমর্থন করেছে৷ তবে চিসোরা যেভাবে একটানা আক্রমণ চালিয়েছেন, তা'তে ক্লিচকো ফ্যানরা সপ্তম রাউন্ডে হয়তো কিছুটা চিন্তাতেই পড়েছিল, ভিটালি ক্লান্ত হয়ে পড়েছেন কিনা৷ কিন্তু নবম রাউন্ডে চিসোরা ক্লিচকোর ডান মুষ্টির একটি জোর আঘাতের পর যেন তার প্রতিরোধ হারিয়ে ফেলেন৷ দশম রাউন্ডে তো চিসোরা'র যেন দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছিল৷ তবে ভিটালি পরে নিজেই স্বীকার করেছেন, ‘‘ওর যা পাওনা ছিল, ও'কে আমি দিতে পারিনি৷'' অর্থাৎ নক-আউট৷ কিন্তু ভিটালি আরো বলেছেন: ‘‘লাইফ ইজ লং৷ কে জানে, আমাদের হয়তো অন্য কোনোদিন মোলাকাত হবে৷''

এর নাম বক্সিং৷ এর নাম স্পোর্ট৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: রিয়াজুল হক   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য