হুতি আক্রমণে ভারতকে পাশে পেল অ্যামেরিকা
১২ জানুয়ারি ২০২৪বৃহস্পতিবারেই লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই দিনই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দুইজনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বস্তুত, আরব সাগরে ভারত অভিমুখী একটি জাহাজেও আক্রমণ চালিয়েছিল ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীরা। ড্রোন হামলা চালানো হয়েছিল জাহাজটিতে। পেন্টাগন সে সময় দাবি করেছিল, ওই হামলার পিছনে সরাসরি ইরানের হাত আছে। ভারতও সে সময় জানিয়েছিল, ওই হামলার যোগ্য জবাব দেওয়া হবে।
এরপরেই আরব সাগরে কৌশলগত অঞ্চলে তিনটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়। বৃহস্পতিবার এই সমস্ত বিষয় নিয়েই জয়শংকরের সঙ্গে ব্লিংকেনের আলোচনা হয়েছে। কারণ, এরপর হুতি বিদ্রোহীরা এবং ইরান পাল্টা জবাব দিলে লড়াই ছড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এবং সে ক্ষেত্রে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। বিদেশমন্ত্রণালয় সূত্র জানাচ্ছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অভিযানকে ভারত সমর্থন করেছে।
জানা গেছে, দুই দেশই একটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, লোহিত সাগরের ওই রাস্তা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে ওই রাস্তাকে নিরাপদ রাখা সকলের আশু কর্তব্য।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর বাইরেও ইসরায়েল-হামাস সংঘাত এবং রাশিয়ার ইউক্রেন অভিযান নিয়ে ব্লিংকেন জয়শংকরের সঙ্গে কথা বলেছেন। তবে ঠিক কোন কোন দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে, ভারতের তরফে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য দেয়া হয়নি।
এসজি/জিএইচ (পিটিআই)