হারিকেন ডোরিয়ান
ঘণ্টায় প্রায় তিনশ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাহামা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়েছে পাঁচ মাত্রার হারিকেন ডোরিয়ান৷ ক্যারিবীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী এই হারিকেনের আঘাতে ২০ জন নিহত হয়েছেন৷
মার্কিন উপকূল
বাহামায় পাঁচ মাত্রার হারিকেন ডোরিয়ানে আঘাত করে এটি তিন মাত্রায় নেমে এসেছে৷ ঝড়টি উত্তর এবং উত্তর-পূর্বে জর্জিয়া এবং দক্ষিণ ও উত্তর ক্যারোলিনার দিকে অগ্রসর হচ্ছে৷
লন্ডভন্ড অ্যাবাকো দ্বীপপুঞ্জ
ডোরিয়ানের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে অ্যাবাকো দ্বীপপুঞ্জ৷ সেখানকার কয়েকশ বাড়িঘরের ছাদ উড়ে গেছে, গাড়িগুলো উল্টে গেছে এবং সর্বত্র ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে৷
বাড়তে পারে মৃতের সংখ্যা
শক্তিশালী এ হারিকেনের তাণ্ডবে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২০ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করা হলেও এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
শক্ত আঘাত বাহামায়
ক্যারিবীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী হারিকেন ডোরিয়ানের তান্ডবের সঙ্গে বাহামার জনগণকে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই করতে হয়েছে৷
ভয়ংকর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হারিকেন ডোরিয়ানকে ভয়ংকর হিসেবে বর্ণনা করেছেন৷ কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে নিরাপদ স্থানে সরে যেতে সবার প্রতি আহ্বানও রেখেছেন তিনি৷
নিরাপত্তাই বড়
হারিকেনটি খুব ধীর গতির হওয়ায় এটি কোথায় কোথায় আঘাত করতে পারে তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়৷ ফলে সম্ভাব্য যেসব অঞ্চলে এটি আঘাত হানতে পারে সেসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করা হয়৷
পানির জন্য অপেক্ষা
ঝড়ের ধীর গতিবেগের কারণে ফ্লোরিডায় অনেকেই কমপক্ষে সাত দিনের খাবার, পানি ও ওষুধ সংগ্রহের চেষ্টা করনে৷ মধ্য ফ্লোরিডার একটি দোকান থেকে একেকজন দুই কেসের বেশি পানি কিনতে পারেননি৷
বিজ্ঞান বনাম প্রকৃতি
চাঁদে আরও বেশি মানুষ পাঠানেfর জন্য এই মোবাইল লঞ্চ প্যাডটি তৈরি করেন নাসার বিজ্ঞানীরা৷ ডোরিয়ান ঝড়টি কেপ কানাভেরালের কাছাকাছি চলে আসার পূর্বাভাস পাওয়ার পর তারা এটিকে নিরাপদ রাখতে একটি বিশেষ ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন৷