হামাস ইসরায়েল যুদ্ধবিরতি শেষ, নতুন উত্তেজনা
১৯ ডিসেম্বর ২০০৮প্যালেস্টাইনের গাজা উপত্যকায় আধিপত্য বজায় রাখা হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে শুক্রবার থেকে৷ ইতিমধ্যে হামাসের পক্ষ থেকেও এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঘোষণা দেয়া হয়েছে৷ তবে হামাস আরও জানিয়েছে যে তারা ইসরায়েলের সঙ্গে আর কোন যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে না৷ হামাসের আল কাসেম ব্রিগেডের সামরিক বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি শেষ হয়েছে এবং নতুন করে কোন চুক্তিও আর হবে না কারণ শত্রুরা যুদ্ধবিরতির শর্তের প্রতি কোন সম্মান দেখায়নি৷ হামাস বিবৃতিতে ইসরায়েল কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছে গাজা উপত্যকায় নতুন করে কোন হামলা হলে তা দীর্ঘ মেয়াদী সংঘর্ষের দিকে এগিয়ে যাবে৷ এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক সেখানকার পত্রিকা হারেটজ কে জানিয়েছেন এখনকার মত পরিস্থিতি যদি ঠান্ডা থাকে তাহলে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে৷ তবে এর কোন ব্যতিক্রম হলে আমরাও এ্যাকশনে যাবো৷ ইসরায়েলের স্থানীয় পত্রপত্রিকগুলো জানিয়েছে এ মুহুর্তে হামাসের সঙ্গে কোন সংঘর্ষে যাওয়ার ইচ্ছা নেই ইসরায়েলি সরকারের৷
উল্লেখ্য, গত জুন মাসে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে ছয় মাসের জন্য একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়৷ তবে কয়েক সপ্তাহ আগে দু পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়৷ ইসরায়েলী ভুমি লক্ষ্য করে হামাস সেনারা রকেট ছুড়লে গাজা উপত্যকায় প্রতিবন্ধকতা তৈরী করে ইসরায়েলি সেনারা৷ হামাসের অভিযোগ ছিলো ইসরায়েলি সেনারা হামাস সদস্যদের গ্রেফতারের চেষ্টা করায় তারা এ রকেট হামলা চালিয়েছে৷ এদিকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় প্রতিবন্ধকতা অব্যাহত রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ৷ গাজা উপত্যকায় এ প্রতিবন্ধকতা তৈরীর প্রতিবাদে আজ লেবাননের রাজধানী বৈরুতে হাজার হাজার লোক মিছিল করেছে৷
এদিকে প্যালেস্টাইনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ মুহুর্তে যুক্তরাষ্ট্র সফর করছেন৷ সেখানে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সঙ্গে তার বৈঠক করা কথা রয়েছে৷ এর আগে মাহমুদ আব্বাস মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজ্জা রাইসের সঙ্গেও বৈঠক করেছেন৷