হামা শহরের গভর্নরকে চাকরিচ্যুত করলেন আসাদ
২ জুলাই ২০১১মানবাধিকার সংগঠনগুলোর দাবি, জুম্মাবারে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৪ জন৷
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হামা শহরের গভর্নর আহমেদ খালেদ আবদেল আজিজকে বরখাস্ত করা হয়েছে৷ শুক্রবার এই শহরের বেশ কয়েক হাজার বাসিন্দা বাশার বিরোধী আন্দোলনে অংশ নেয়৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান জানান, ১৫ই মার্চ সেদেশে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর এটাই ছিল সবচেয়ে বড় বিক্ষোভ৷
হামা শহরের এক বাসিন্দা বিবিসিকে বলেছেন, রাস্তায় হাজার হাজার মানুষ বাশার বিরোধী স্লোগান দিচ্ছে৷ কেউ কেউ বাড়ির জানালা কিংবা বাড়ির সামনে দাঁড়িয়েও সরকারবিরোধী স্লোগান দিচ্ছে৷ মোট কথা, হামা শহরের সকলেই রাস্তায় নেমে এসেছে৷
বলাবাহুল্য, এই হামা শহরে ১৯৮২ সালে বাশার-এর বাবার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল৷ তখন সিরিয়ার সেনাবাহিনী সেই শহরে দশ হাজার মানুষকে হত্যা করে৷
হামা ছাড়াও শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্ক, আলেপ্পো, লাটাকিয়া এবং হোমস শহরে সরকারবিরোধী বিক্ষোভ দেখা গেছে৷ আন্দোলনকারীদের কথায়, শুক্রবারের বিক্ষোভে সারাদেশে ৩০ লাখ মানুষ অংশ নিয়েছে৷ এই দিন হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে সেদেশের উত্তর-পশ্চিমের ইডলিব প্রদেশে৷ তবে, সিরিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা রয়েছে৷ তাই সেদেশে বিক্ষোভ, হতাহতের খবরের মূল উৎস আন্দোলনকারীরা এবং মানবাধিকার সংস্থাগুলো৷
এদিকে, সিরিয়ায় বিক্ষোভকারীদের উপর সরকারি দমনপীড়নে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সর্তক করে বলেছেন, সিরিয়া সরকারের সংস্কার পরিকল্পনা ঘোষণার সময় দ্রুতই চলে যাচ্ছে৷
উল্লেখ্য, সিরিয়ার রাজধানী দামেস্কে গত সপ্তাহে বৈঠক করে সেদেশের বিরুদ্ধবাদীরা৷ গত কয়েক দশকের মধ্যে এই প্রথম এ ধরনের বৈঠকের সুযোগ পায় বিরোধীরা৷ সেই বৈঠকের পর সিরিয়ার আসাদ বিরোধী আন্দোলন আরো চাঙ্গা হয়েছে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই