হামবুর্গের হামলাকারী সম্পর্কে যা জানা গেছে
১০ মার্চ ২০২৩বৃহস্পতিবার রাতে হামবুর্গে জেহোভাহ'স উইটনেস খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় সভায় এই হামলার ঘটনা ঘটে৷ পুলিশ জানিয়েছে, হামলাকারী নিজেও এই সম্প্রদায়ের সাবেক সদস্য৷ জার্মানির জেহোভাহ'স উইটনেস এক বিবৃতিতে বলেছে, হামবুর্গের কিংডম হলে তাদের ধর্মীয় সভার পর ঘটা ভয়ানক হামলায় তারা গভীরভাবে শোকাহত৷
হামলায় নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী৷ নিহতদের বয়স ৩৩ থেকে ৬০-এর মধ্যে৷ তারা সবাই জার্মান নাগরিক৷ এর বাইরে এক নারীর গর্ভস্থ শিশুও রয়েছে৷ আহত হয়েছেন আটজন৷ তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর৷
হামলাকারীর পরিচয়
হামলাকারী বন্দুকধারীকে ‘ফিলিপ এফ' নামে চিহ্নিত করেছে পুলিশ৷ তিনি ৩৫ বছরের জার্মান নাগরিক৷ বাভারিয়ার মেমিনগেনের এই ব্যক্তি মিউনিখে পড়াশোনা করেছেন৷ বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, ২০১৫ সাল থেকে তিনি হামবুর্গে নিবন্ধিত ছিলেন৷
ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর হামলাকারী নিজেকেও হত্যা করে বলে জানিয়েছেন স্থানীয় স্বরাষ্ট্রমন্ত্রী আন্ডি গ্রোটে৷ হামবুর্গ পুলিশ জানিয়েছে, হামলাকারীর একটি অস্ত্রের লাইসেন্স ছিল এবং বৈধভাবেই সেমি-অটোমেটিক পিস্তলটি রাখতেন তিনি৷
ফিলিপ এফ এই হামলা কেন চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ৷ তবে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে অজ্ঞাত সূত্রে জানতে পেরেছেন তদন্তকারীরা৷
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এই হামলাকে ‘নিষ্ঠুর সহিংসতা' হিসেবে অভিহিত করেছেন৷ নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার৷
এফএস/এসিবি (এপি, এফপি, রয়টার্স)
২০১৯ সালের ছবিঘর দেখুন...