1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হামবুর্গের আদালতে সমতার ভিত্তিতে সমুদ্রসীমা নির্ধারণের প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ

১৩ সেপ্টেম্বর ২০১১

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা বিরোধ নিষ্পত্তিতে জার্মানির হামবুর্গ শহরে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুনানি চলছে৷ সোমবার বাংলাদেশের আইনজীবীরা বক্তব্য পেশ করেন৷

https://p.dw.com/p/12XXl
Dr. Dipu Moni
পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনিছবি: DW

হামবুর্গের আদালতে সোমবার উপস্থিত ছিলেন সহকর্মী আরাফাতুল ইসলাম৷ এদিনের শুনানির উল্লেখ্যযোগ্য বিষয়গুলি তিনি তুলে ধরেন৷ বাংলাদেশের আইনজীবীরা বলেছেন, ভারত ও মিয়ানমার সম দূরত্বের ভিত্তিতে সমুদ্রসীমা দাবি করে, সেক্ষেত্রে বাংলাদেশ আসলে তেমন কিছুই পাবে না৷ তার বদলে সমতার ভিত্তিতে সমুদ্রসীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তারা৷

শুনানি প্রক্রিয়া চলবে আগামী ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত৷ আগামী বছরের এপ্রিল নাগাদ আদালত একটি চূড়ান্ত রায় দিতে পারে বলে অনুমান করা হচ্ছে৷

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি প্রতিটি শুনানিতেই অংশ নিচ্ছেন৷ তিনিই বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন৷ শক্তিশালী আইনজীবী ও বিশেষজ্ঞদের দল নিয়ে উপস্থিত বাংলাদেশ৷ নিজেদের দাবির সপক্ষে যতটা সম্ভব তথ্য-উপাত্ত পেশ করার চেষ্টা করছেন তাঁরা৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান