হরমুজ প্রণালীতে ইইউ-ইরান উত্তেজনা
২৮ জুলাই ২০১৯পারস্য উপসাগরীয় অঞ্চলে পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে গত সোমবার সমন্বিত নৌ-প্রহরার প্রস্তাব করে যুক্তরাজ্য৷ গত সপ্তাহে হরমুজ প্রণালী থেকে যুক্তরাজ্যের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আটক করে ইরানের নিরাপত্তারক্ষীরা৷ফলে এ অঞ্চল দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাজ্য চাইছে নিজেদের মতো করে একটি নিরাপত্তা বলয় গড়ে তুলতে৷ শর্ত সাপেক্ষে এ প্রহরায় যোগ দিতে পারে জার্মানিও৷
প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেন, এ ধরনের পদক্ষেপ নিরাপত্তায় তেমন কাজে আসবে না৷ ইরান সরকারের মুখপাত্র আলি রাবেই দেশটির বার্তাসংস্থা আইএসএনএকে বলেন, ‘‘পারস্য উপসাগরে ইউরোপীয় ইউনিয়নের এ পদক্ষেপ শত্রুতামূলক বার্তা দেয়৷ এটি উস্কানিমূলক এবং এ অঞ্চলের অস্থিরতা আরো বাড়াবে৷ আলি রাবেই আরো বলেন, ‘‘ইরান বিশ্বাস করে যে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর নিরপত্তা রক্ষার দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোরই৷ আমরাই পারস্য উপসগরের নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে বড় প্রতিনিধি৷’’
যোগ দিতে পারে জার্মানিও
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস জানিয়েছেন, প্রস্তাবিত এ নিরাপত্তা প্রহারায় জার্মানিও যোগ দিতে আগ্রহী৷ তবে এটি হতে হবে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া থেকে সম্পুর্ণ আলাদা৷ তবে প্রস্তাবিত এ নিরাপত্তা প্রহরায় জার্মানির যোগ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন মিউনিখ নিরাপত্তা কনফারেন্সের প্রধান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত জার্মানির সাবেক রাষ্ট্রদূত ভোল্ফগাং ইশনিগার৷ তিনি বলেন, পারস্য উপসাগরে স্বাধীনভাবে জাহাজ চলাচলের বিষয়ে জার্মানির পদক্ষেপ নেওয়া উচিত, কেননা এ পথে দেশটির অনেক জাহাজ চলাচল করে৷ দূর থেকে অবস্থা পর্যবেক্ষণ না করে জার্মানির উচিত প্রস্তাবিত এ নিরাপত্তা প্রহরায় অংশ নেওয়া৷
নবনিযুক্ত জামান প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবাওয়ার জানিয়েছেন, প্রস্তাবিত নিরাপত্তা প্রহরায় জার্মানির অংশ নেওয়ার বিষয়টি নির্ভর করবে নিরাপত্তা প্রহরার ধরন ও প্রকৃতির উপর৷ তিনি বলেন, প্রহরায় যোগদানের আগে জার্মানি নিরাপত্তা প্রহরার কার্যক্রম বিষয়ে স্পষ্ট ধারনা নেবে৷ জার্মান প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘‘আমাদের জানতে হবে যে এ নিরাপত্তা প্রহরা কোন আন্তর্জাতিক সংগঠন যেমন ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘের তত্ত্বাবধানে হচ্ছে কিনা, নিরাপত্তায় নিয়োজিত জাহাজগুলো যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে কিনা৷’’
অস্থিতিশীল পারস্য উপসাগর
গত সপ্তাহে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে যুক্তরাজ্যের একটি তেলের ট্যাংকার আটক করে ইরানের রেভ্যুলেশনারি গার্ড৷ ট্যাংকারটি স্থানীয় মাছ এক ধরার নৌকার সঙ্গে দুর্ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে ইরান৷ আটকের পর জাহাজটিকে ইরানের বন্দর আব্বাসে নিয়ে যাওয়া হয় এবং এর নাবিকদের জাহাজে থাকতে বলা হয়৷ তবে যুক্তরাজ্য বলছে জাহাজটি স্থানীয় মাছ ধররার নৌকাকে ধাক্কা দিয়েছে এমন কোন প্রমাণ নেই৷
এর আগে চলতি মাসের শুরুর দিকে জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করে বৃটিশ সেনারা৷ ইউরোপীয় ইউরিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে ইরান তেল রপ্তানি করছে এমন অভিযোগে জাহাজটি আটক করা হয়৷
পরমাণু চুক্তি থেকে নিজেদের একতরফা নাম প্রত্যাহারের পর পারস্য উপসাগরে সেনা মোতায়েন করে মার্কিন যুক্তরাষ্ট্রে৷ এরপর থেকেই অঞ্চলটিতে চলছে উত্তেজনা৷ জিব্রাল্টারে ইরানের জাহাজ আটক এবং এর প্রতিক্রিয়ায় হরমুজে ব্রিটিশ জাহাজ আটকের ঘটনা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত করে তুলছে৷ এবার ইউরোপীয় ইউনিয়ন পারস্য উপসাগরে নিরাপত্তা প্রহরা শুরু করলে চলমান অস্থিরতা নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা৷
আরআর/এডিকে (এএফপি, ডিপিএ)