1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হকিতে বিশ্বজয়ী জার্মানি

৩০ জানুয়ারি ২০২৩

১৭ বছর পর ফের বিশ্ব চ্যাম্পিয়ন হলো জার্মান হকি দল। বেলজিয়ামকে হারিয়ে কাপ জিতে নিল তারা।

https://p.dw.com/p/4Mqkh
জার্মান হকি টিম
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images

টান টান উত্তেজনার সাক্ষী থাকলেন দর্শনকেরা। বেলজিয়ামের সঙ্গে হকি বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল জার্মানি। খেলার শুরুতেই জার্মানি দুই গোলে পিছিয়ে পড়ে। সেখান থেকে বেলজিয়ামকে এক গোলে পিছনে ফেলে দেয় জার্মানি। স্কোর তখন জার্মানি তিন, বেলজিয়াম দুই। কিন্তু খেলার একেবারে শেষ মুহূর্তে গোল ফেরত দেয় বেলজিয়াম। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৩-৩ স্কোরে।

এরপর শুরু হয় পেনাল্টি শুট আউট। জার্মান গোলকিপার ড্যানেবার্গ তিনটি গোল বাঁচিয়ে দেন। পেনাল্টি শুট আউটের স্কোর ৫-৪। ১৭ বছর কাপ জিতে নেয় জার্মানি। ম্যাচের সেরা ঘোষণা করা হয় নিকলাস ওয়েলেনকে। জার্মানিকে খেলায় ফিরিয়ে আনার পিছনে সবচেয়ে বড় অবদান যার।

এর আগে দুইবার হকি চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। একবার ২০০২ সালে এবং পরে ২০০৬ সালে। মাঝে ১৭ বছর কাপ হাতে নিতে পারেনি তারা। এবছরও জার্মানি ফেভারিট দল ছিল না। কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি তারাই হাসলো।

এসজি/জিএইচ (ডিপিএ, রয়টার্স)