‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে থাকতে হবে সতর্ক’
১২ অক্টোবর ২০১১প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরকে জাতীয় পতাকা প্রদান করেন৷ তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই জাতীয় পতাকার সম্মান রাখতে হবে৷ যে সম্মান তাদের হাতে পতাকা দিয়ে দেওয়া হল, সেই সম্মান সমুন্নত রাখতে হবে৷
প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা সচেষ্ট থাকতে হবে৷ তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে বিশ্বে একটি আধুনিক এবং সুশৃঙ্খল সেনাবাহিনী হিসেবে গড়ে তোলা হবে৷ এজন্য সেনাবাহিনীতে আধুনিক যন্ত্রপাতিও সংযোজন করা হচ্ছে৷
এদিকে বিকেলে প্রধানমন্ত্রী নীলফামারীতে এক জনসভায় বক্তব্য রাখেন৷ তিনি সেখানে বলেন, তাঁর সরকার দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে৷ অথচ নানাভাবে তাঁর সরকারের কাজকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে একটি মহল৷ তিনি জানান, যতোই অপপ্রচার হোক না কেন শিগগিরই ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ