1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনোদন

২২ আগস্ট ২০১২

যেভাবেই হোক বিতর্ক তৈরি করতে চান পপ গায়িকা ম্যাডোনা৷ নইলে ফ্রান্সের কনসার্টে নাৎসি প্রতীক হিসেবে স্বস্তিকা’কে টেনে আনবেন কেন? তবে শেষ পর্যন্ত তাঁর মতি ফিরেছে৷

https://p.dw.com/p/15u2h
ছবি: AP

সংবাদ মাধ্যমগুলর খবরে জানা গেছে, মঙ্গলবার ফ্রান্সের নিস শহরে কনসার্টের সময় স্বস্তিকা বাদ দেওয়া হয়েছে৷ গত মাসে প্যারিসে ম্যাডোনার কনসার্ট চলাকালে হিটলারের নাৎসি বাহিনীর সেই কুখ্যাত প্রতিকটিকে দেখানো হয়েছিল একটি ভিডিওতে৷ তাতে ফরাসি রাজনীতিক মারি ল পেন'এর কপালে এই স্বস্তিকা চিহ্নটি এঁকে দেওয়া হয়৷ এরপর গোটা ফ্রান্সে এই নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়৷ প্রবল বিতর্কের মুখে মঙ্গলবার সেই স্বস্তিকা চিহ্নটি সরিয়ে ফেলা হয়৷ তাতে মারি ল পেন'এর কপালে প্রশ্নবোধক চিহ্ন দেখানো হয়েছে৷

স্বস্তিকা নিয়ে বিতর্ক এড়িয়ে গেলেও রাশিয়ার পাংক ব্যান্ড পুসি রায়ট'এর প্রতি সমর্থন জানাতে ভোলেননি ম্যাডোনা৷ মঙ্গলবারও কনসার্ট চলাকালে পুসি রায়ট'এর মুক্তি দাবি করেন ৫৪ বছর বয়সী এই পপ ‘ডিভা'৷ এর পাশাপাশি সমকামীদের প্রতিও তাঁর সমর্থনের কথা জানান ম্যাডোনা৷ ফ্রান্সের নিস শহরে তাঁর এই কনসার্টের মাধ্যমে ইউরোপ সফর শেষ করলেন তিনি৷ ম্যাডোনার এবারের ওয়ার্ল্ড ট্যুরে মোট ৩০টি দেশে কনসার্ট হবে, যার সমাপ্তি ঘটবে অস্ট্রেলিয়াতে, আগামী বছরের শুরুতে৷

আরআই / ডিজি (এএফপি)