1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনে পর্যটনের ‘দৌরাত্ম্যের' বিরুদ্ধে সোচ্চার জনতা

২২ জুলাই ২০২৪

হাতে কাগজের প্লেন, প্রমোদতরীর কাটআউট৷ এই নিয়েই পর্যটনের বাড়াবাড়ির প্রতিবাদে পথে নামলেন স্পেনের মায়োর্কা শহরের মানুষ৷

https://p.dw.com/p/4ianK
Demo gegen Massentourismus auf Mallorca
মায়োর্কা শহরে প্রতিবাদকারীর হাতে ধরা প্ল্যাকার্ড৷ ছবি: Clara Margais/dpa/picture alliance

রোববার স্পেনের পালমা দে মায়োর্কা শহরের কেন্দ্রে ‘ব্যক্তিগত জেট নয়' ও ‘গণ পর্যটন বন্ধ হোক' এমন দাবি লেখা পোস্টার হাতে দেখা যায় প্রতিবাদকারীদের৷

পর্যটনবিরোধী অ্যাক্টিভিস্টরা এ বছর এমন প্রতিবাদ সংগঠিত করেন বার্সেলোনা, মালাগা ও ক্যানারি দ্বীপসহ স্পেনের বিভিন্ন পর্যটনস্থলে৷ তাদের বক্তব্য, শহরগুলির কেন্দ্রে পর্যটকদের ভিড়ের কারণে বাড়ছে বাসাভাড়া৷ ফলে, স্থানীয়দের জীবনযাপনের খরচ বেড়েই চলেছে৷

রোববারের এই প্রতিবাদে যোগ দেন প্রায় দশ হাজার বিক্ষোভকারী, জানাচ্ছে পুলিশ৷ মিছিলে পা মেলান কয়েকজন পর্যটকও, কিন্তু বাকিরা অনেকেই অস্বস্তি বোধ করছিলেন৷

যতটা গুরুত্বপূর্ণ পর্যটন

রোববারের এর জমায়েতের আযোজন করে ‘মেনিস টুরিসমে, মাস ভিদা' সংস্থাটি, যাদের নামের অর্থ ‘কম পর্যটন, বেশি জীবন'৷ এই সংস্থার তরফে পেরে চোয়ার ফেমেনিয়া বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তারা চান এই দ্বীপে ভিড় কমুক৷

তিনি বলেন, ‘‘গণহারে এমন পর্যটন স্থানীয়দের নিজের এলাকায় জীবনযাপনের খরচ মারাত্মকভাবে বাড়াচ্ছে৷ গ্রীষ্মের সময় পর্যটকরা সমুদ্রসৈকতে ভিড় করেন, ফলে গণপরিবহন ও অন্যান্য পরিষেবাতেও ব্যাঘাত ঘটে৷ আমরা চাই, এমন পর্যটন বন্ধ হোক৷ অনেকেই কয়েক মাস ব্যবহারের জন্য এখানে বাসা কিনে থাকেন৷ যারা স্থানীয় নন, তাদের জন্য নিষিদ্ধ হোক এমন বাসা কেনা৷''

স্পেনের জাতীয় পরিসংখ্যান সংস্থা জানাচ্ছে,কাতালুনিয়ার পর দেশটির এই দিকে সবচেয়ে বেশি ভিড় জমান পর্যটকরা, গত বছর এসেছিলেন প্রায় এক কোটি ৪৪ লাখ পর্যটক৷

স্পেনের পূর্বাঞ্চলের দ্বীপগুলোকে বলা হয় বালিয়ারিক দ্বীপ, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মায়োর্কা৷ এই দ্বীপগুলির পর্যটন থেকে দেশটির জিডিপির মোট ৪৫ শতাংশ আসে, জানাচ্ছে এক্সসেলটুর নামের বাণিজ্য সংস্থা৷

চলতি বছরের প্রথম তিন মাসেই স্পেনে এসেছেন এক কোটি ৬১ লাখ পর্যটক, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি৷

গত বছর ফ্রান্সে বেড়াতে গিয়ে পর্যটকরা খরচ করেন ৬৩ দশমিক ৫ বিলিয়ন ইউরো৷ একই সময়ে স্পেনে পর্যটকরা খরচ করেন ১০৯ বিলিয়ন ইউরো৷

এসএস/এসিবি (রয়টার্স)