স্পেনে পর্যটক কমানোর দাবিতে মিছিল
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের অধিবাসীদের অভিযোগ, পর্যটক অনেক বেড়ে যাওয়ায় বাসা ভাড়া তাদের আয়ত্তের বাইরে চলে গেছে৷ তাই পর্যটক কমিয়ে বাসাভাড়া নিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার স্থানীয়রা৷ ছবিঘরে বিস্তারিত...
‘ক্যানারি দ্বীপ তার চরম সীমায়’
এই স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে হাজার হাজার মানুষ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের গ্রান কানারিয়া, টেনেরিফে, লা পালমা, ফুয়েরতেভেনতুরা, লানজারোতে ও এল হিয়েরো দ্বীপগুলির পথে নেমেছেন৷ তাদের দাবি, এই দ্বীপগুলিতে যে ধরনের পর্যটনের ধারা চলছে, তা বদলাতে হবে৷
‘এই সৈকত আমাদের’
পরিবেশকর্মীদের মতে, লাখ লাখ পর্যটক এই দ্বীপগুলিতে আসায় পানি ও পরিবেশের ক্ষতি হচ্ছে৷ টেনেরিফের প্লায়া দে লাস আমেরিকাস অঞ্চলের একটি সৈকতে যান আন্দোলনকারীরা৷ সূর্যের ওম উপভোগ করতে থাকা পর্যটকদের মাঝেই তাদের স্লোগান, ‘এই সৈকত আমাদের’৷
পর্যটনের যেমন চাপ
জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মাঝে ৯৯ লাখ পর্টক এই ক্যানারি দ্বীপপুঞ্জে আসেন, জানাচ্ছে স্পেনের জাতীয় পরিসংখ্যান সংস্থা৷ ২০২৩ সালে একই সময়ের তুলনায় এই সংখ্যা বেড়েছে ১০ শতাংশ৷ এই অঞ্চলে বাস করেন ২২ লাখ স্থানীয় মানুষ৷ সাম্প্রতিক এই প্রতিবাদে অংশ নিয়েছেন অন্তত আট হাজার মানুষ, জানায় স্প্যানিশ কর্তৃপক্ষ৷
যা বলছেন প্রতিবাদীরা
গ্রান কানারিয়া দ্বীপের বাসিন্দা সারা লোপেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘এখানকার যে সম্পদ আছে, তাকে বজায় রাখতে আমরা পর্যটন মডেলের বদল চাই৷ এমন পরিবর্তন চাই, যা এখানকার সৌন্দর্য্যকে সম্মান করে৷’’
প্রতিবাদ, স্পেনের বিভিন্ন অঞ্চল জুড়ে...
পর্যটনের বাড়বাড়ন্তের বিরুদ্ধে এমন প্রতিবাদ এর আগেও স্পেনে হয়েছে বার্সেলোনা, মায়োর্কা ও মালাগার মতো জনপ্রিয় পর্যটন স্থলে৷ এই বছরও চলছে নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি৷ স্থানীয়দের অভিযোগের পর, ক্যানারি দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ একটি আইন প্রস্তাব করেছে, যা চালু হলে স্বল্প মেয়াদী বাসা ভাড়া নেবার নিয়ম আরো কঠোর হবে৷
প্রস্তাবিত আইনে যা আছে
প্রস্তাবিত আইন চালু হলে সদ্য নির্মিত ভবনগুলিকে স্বল্প দিনের জন্য ভাড়ায় দেওয়া যাবে না৷ সাথে বাসা ভাড়া দেবার ক্ষেত্রে প্রতিবেশীদের মতামতকেও মান্যতা দেবার কথা রয়েছে এই আইনে৷
প্রতিবাদ ছড়িয়ে পড়ছে
শনিবার এমন প্রতিবাদ দেখা যায় স্পেনের ভালেন্সিয়া শহরেও৷ গত কয়েক বছরে পর্যটকদের চাপে ব্যাপকভাবে বেড়েছে বাসা ভাড়া, যা স্থানীয়দের পকেটে চাপ বাড়াচ্ছে৷ তাই এমন প্রতিবাদের ধারা দেখা যাচ্ছে স্পেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে৷