শাশুড়িকে বিয়ে!
১৪ অক্টোবর ২০১৯বাংলাদেশের টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কড়িয়াটা গ্রামে শনিবার এই বিয়ের পর ক্ষুব্ধ এলাকাবাসী বর-কনেকে পিটুনি দিয়েছে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে৷
হাদিরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কড়িআটা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, ধনবাড়ী উপজেলার হাজরাবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মোনছের আলী (৩২) গত ২ অক্টোবর গোপালপুর উপজেলার কড়িয়াটা গ্রামের এক তরুণীকে (১৯) বিয়ে করেন৷ বিয়ের পরদিন মোনছেরের শাশুড়ি (৪০) মেয়ের বাড়ি বেড়াতে যান এবং সেখানে মেয়ের সঙ্গে এক সপ্তাহ অবস্থান করেন৷ এরপর গত শুক্রবার মেয়ে ও মেয়েজামাইসহ বাড়ি ফেরেন৷
‘‘শনিবার সকালে মোনছেরের স্ত্রী বরের সঙ্গে সংসার করবেন না বলে পরিবারের সদস্যদের জানালে পারিবারিক কলহ শুরু হয়৷ তখন শাশুড়ি বলেন, মেয়ে সংসার না করলে তিনি নতুন জামাতার সংসার করবেন৷''
নজরুল বলেন, এ অবস্থায় মোনছেরের শ্বশুর গ্রামের সালিশ ডাকেন৷ হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, তিনি নিজেসহ এলাকার গণ্যমান্যরা সালিশি বৈঠকে বসেন৷ বৈঠকে মোনছের আলী ও তার শাশুড়িকে মারধর করা হয়৷ এরপর পরিবারের সবার সম্মতিতে মোনছেরের শ্বশুর প্রথমে স্ত্রীকে তালাক দেন৷ এরপর মোনছের তার নবপরিণীতা স্ত্রীকে তালাক দেন৷ একই অনুষ্ঠানে সবার উপস্থিতিতে মোনছের আলীর সঙ্গে তার শাশুড়ির এক লাখ টাকা কাবিনে বিয়ে হয়৷
পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয়েছে জানিয়ে নজরুল বলেন, এর আগে গ্রামবাসীদের উপস্থিতিতে মোনছের ও তার শাশুড়িকে (পরে স্ত্রী) মারধর করা হয়৷
ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার বলেন, এই বিয়ের খবরে ক্ষুব্ধ গ্রামবাসী বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে মারপিট শুরু করে৷ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পরিবারের সকলের সম্মতির বিষয়টি নিশ্চিত হয়ে বিয়েতে সম্মতি দেন৷
এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)