'সৌরভের সঙ্গে ইগোর লড়াইয়ে নেতৃত্ব হারান কোহলি'
১৫ ফেব্রুয়ারি ২০২৩ডিডাব্লিউ এই স্টিং অপারেশনের ভিডিও খাঁটি কি না, তা যাচাই করতে পারেনি। তবে সেই ভিডিওতে সৌরভ-বিরাট তো বটেই, বুমরাহের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন চেতন।
সৌরভেরআমলে চেতন শর্মা টিম সিলেকশন কমিটির প্রধান ছিলেন, এখনো আছেন। ভিডিওতে তিনি দাবি করেছেন, সৌরভ একসময় ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিরাটও দিচ্ছিলেন। কে বড় তা নিয়ে তাদের মধ্যে লড়াই ছিল। তার জেরেই নেতৃত্ব খোয়াতে হয়েছিল বিরাটকে।
তবে চেতন এই দাবিও করেছেন, সৌরভনেতৃত্ব না ছাড়ার জন্য বিরাটকে অনুরোধ করেছিল।
সিলেকশন কমিটির প্রধানের দাবি, এর আগে বলা হয়েছিল, সাদা বলের ক্রিকেটে একজনই অধিনায়ক থাকবেন। এখন হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টি দলের অধিনায়ক করে পরীক্ষা করছে বোর্ড।
বুমরাহকে নিয়ে
ভারতীয় পেসার বুমরাহকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন চেতন। তিনি বলেছেন, চোট নিয়েই জোর করে খেলছিলেন তিনি। ইঞ্জেকশন নিয়ে খেলতে নামছিলেন। তাই তার চোট এখনো ঠিক হয়নি।
চেতনের দাবি, জাতীয় দল থেকে ছিটকে যাবেন মনে করে, অনেক ক্রিকেটার চোট লুকিয়ে খেলছেন। কে ইঞ্জেকশন নিচ্ছেন, তা প্রমাণ করা কঠিন।
সংবাদসংস্থা পিটিআই চেতনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে তাদের বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, শর্ত অনুসারে নির্বাচকরা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে পারেন না। যদি দেখা যায়, ভিডিও জাল নয়, তাহলে চেতন শর্মাকে নিয়ে বোর্ডকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
জিএইচ/এসজি (পিটিআই)