1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোটর রেসিং

১০ সেপ্টেম্বর ২০১২

জার্মানির তারকা রেসার সেবাস্টিয়ান ফেটেলের মৌসুমটা মোটেও ভাল যাচ্ছে না৷ গত দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফেটেলের চ্যাম্পিয়নশিপ তালিকায় এখনকার অবস্থান চার নম্বরে৷

https://p.dw.com/p/165vK
ছবি: picture-alliance/dpa

এই ব়্যাংকিং এ সবচেয়ে এগিয়ে ‘ফেরারি' চালক স্পেনের ফার্নান্ডো আলোন্সো৷ তাঁর পয়েন্ট ১৭৯৷ আর ফেটেলের ১৪০৷ অর্থাৎ মৌসুমের আর বাকি আছে সাতটি রেস৷ ফেটেল পিছিয়ে আছেন ৩৯ পয়েন্টে৷

রবিবার ইটালিয়ান গ্রঁ প্রি'তে বাজে ড্রাইভিং এর কারণে ফেটেল ও তাঁর দল ‘রেড বুল' কোনো পয়েন্টই জোগাড় করতে পারেনি৷ কেননা এই দলের আরেক চালক মার্ক ওয়েবারকেও রেস ছেড়ে দিতে হয়েছিল৷ ২০১০ সালের কোরিয়ান গ্রঁ প্রি'র পর এই প্রথম রেড বুল কোনো প্রতিযোগিতা থেকে শূন্য হাতে ফিরলো৷ তাই তো রেস শেষে সংবাদ সম্মেলনে ফেটেল তাঁর হতাশার কথা জানিয়েছেন৷

ফেটেলের কারণে চ্যাম্পিয়নশিপে শীর্ষে থাকা আলোন্সোকে তৃতীয় হয়ে রেস শেষ করতে হয়েছে৷ কারণ ফেটেল জায়গা না দেয়ায় আলোন্সোকে তাঁর গাড়ি নিয়ে একবার ছিটকে পড়তে হয়েছিল৷ পরে সংবাদ সম্মেলনে আলোন্সো স্বীকার করেন যে, ফেটেলের সঙ্গে সমস্যাটা না হলে হয়তো আরও ভাল করতে পারতেন তিনি৷

vettel ungarn formel 1 juli 2012
ফেটেলের চিন্তার কারণ আছে বৈকিছবি: dapd

২০১১ সালে ফেটেল ১১টি গ্রঁ প্রি জিতেছিলেন৷ সেই তুলনায় এ বছর এখন পর্যন্ত জিতেছেন মাত্র একটিতে৷

যাই হোক, ইটালিতে জিতেছেন ‘ম্যাকলারেন'এর ব্রিটিশ চালক লুইস হ্যামিল্টন৷ এই নিয়ে এই মৌসুমে তৃতীয়বার গ্রঁ প্রি জিতলেন তিনি৷ আর ক্যারিয়ারে এটা হ্যামিল্টনের ২০তম গ্রঁ প্রি শিরোপা৷ সব মিলিয়ে চ্যাম্পিয়নশিপ তালিকায় ১৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি৷ হ্যামিল্টনের চেয়ে এক পয়েন্ট কম আর ফেটেলের চেয়ে এক পয়েন্টে বেশি, অর্থাৎ ১৪১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফিনল্যান্ডের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কিমি রাইকোনেন৷

ইটালিতে দ্বিতীয় হয়েছেন ‘জাওবার' চালক মেক্সিকোর সার্জিও পেরেজ৷ এ নিয়ে এই মরসুমে তৃতীয়বারের মতো প্রথম তিন'এ জায়গা পেলেন পেরেজ৷

জেডএইচ / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য